তেলাপোকার অত্যাচারে তিতিবিরক্ত...? তুড়িতে তাড়ান ৫ মিনিটে! শিখে নিন মোক্ষম 'টোটকা', 'পেস কন্ট্রোল' লাগবে না!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Telapoka: 'তেলাপোকা'! গরমে যে সব উপদ্রব তিতিবিরক্ত করে ছাড়ে তার মধ্যে ছারপোকার মতোই এই এক সাধারণ সমস্যা। আপনি একটু আড়াল হলেই রান্নাঘরের কোণাকাঞ্চি থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে নাম তেলাপোকা ব্রিগেড।
advertisement
1/13

কিন্তু জানেন কী আপনার হাতের কাছে থাকা দু-একটা জিনিস দিয়ে খুব সহজেই এই গরমের দিনে বাড়ি তেলাপোকা মুক্ত করতে পারেন। কোনও পেস কন্ট্রোল ডাকার প্রয়োজনই হবে না আপনার। শুধু জানতে হবে সঠিক নিয়ম।
advertisement
2/13
'তেলাপোকা'! গরমে যে সব উপদ্রব তিতিবিরক্ত করে ছাড়ে তার মধ্যে ছারপোকার মতোই এই এক সাধারণ সমস্যা। আপনি একটু আড়াল হলেই রান্নাঘরের কোণাকাঞ্চি থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে নাম তেলাপোকা ব্রিগেড।
advertisement
3/13
মিটসেফ থেকে খাবার টেবিল, ফ্রিজ থেকে মাইক্রোওভেন, যেখানে খাবার খুঁজে পায় সেখানেই আস্তানা তৈরি করে এরা। এছাড়াও আলমারি, ওয়ারড্রব-সহ বিভিন্ন ড্রেনেজের আশেপাশে এদের খুঁজে পাওয়া যায়।
advertisement
4/13
এই তেলাপোকার উপদ্রব কে কখনও হালকা ভাবে নেবেন না। কারণ তেলাপোকা ক্ষতিকর ই-কোলি ব্যাকটেরিয়া ছড়ায় ও সালমোনেলা সৃষ্টি করে। এ কারণে যত দ্রুত সম্ভব ঘর থেকে তাড়াতে হবে তেলাপোকা।
advertisement
5/13
কিন্তু এই তেলাপোকার বংশ নির্বংশ করা কি সহজ? অনেকেই পেস কন্ট্রোল ডাকেন একগাদা টাকা খরচ করে নানা রকম স্প্রে এনে ভর্তি করেন বাড়িতে। কিন্তু তাতে কাজের কাজ কতটুকুই বা হয়? দু-একদিনের মধ্যেই ফের তেলাপোকারা বেরিয়ে আসতে থাকে এদিক ওদিক থেকে।
advertisement
6/13
কিন্তু জানেন কী আপনার হাতের কাছে থাকা দু-একটা জিনিস দিয়ে খুব সহজেই এই গরমের দিনে বাড়ি তেলাপোকা মুক্ত করতে পারেন। কোনও পেস কন্ট্রোল ডাকার প্রয়োজনই হবে না আপনার। শুধু জানতে হবে সঠিক নিয়ম।
advertisement
7/13
চলুন আজ এই প্রতিবেদনে শিখে নেওয়া যাক এমনই কিছু চটজলদি টোটকা যা সহজেই মাত্র কয়েক মিনিটেই তাড়ায় তেলাপোকা। আর এই টোটকাগুলি এমনই যা আপনার জাস্ট হাতের কাছেই থাকে। কোথাও কিনতে ছুটতে হবে না আপনাকে।
advertisement
8/13
– হেয়ার স্প্রে ব্যবহার করে খুব সহজেই তেলাপোকা মারতে পারবেন। তেলাপোকা দেখলেই ওদের গায়ে যে কোনও স্প্রে করুন। এর ফলে ওরা পা ও ডানাগুলো আর নড়াতে পারবে না। এরপর ধীরে ধীরে দম বন্ধ হয়ে মারা যাবে মাত্র কিছুক্ষণেই।
advertisement
9/13
– তেজপাতা দিয়ে তাড়ানো যায় তেলাপোকা। এই পোকা তেজপাতার গন্ধ একেবারেই পছন্দ করে না। রান্না ঘরের কোনায় তেজপাতা টুকরো টুকরো করে ফেলে রাখুন। তেলাপোকার বাসা কোথায় তা জানলে সেখানে তেজপাতা ছড়িয়ে দিন। গন্ধ সহ্য করতে না পেরে দেখবেন অচিরেই এই চিড়বিড়ানো পোকার দল আপনার ঘর ছেড়ে নতুন বাড়ি খুঁজতে চলে যাবে।
advertisement
10/13
– স্টিকি টেপ দিয়ে তেলাপোকা ধরার ফাঁদ ও তৈরি করুন। এটি খুব সহজ ও কার্যকর উপায়। এ যেন ভাল মানের কিছু স্টিকি টেপ কিনুন। আর সেই টেপ রেখে দিন খাবারের কাছে। তারপর দেখুন বাবাজির কী ভাবে ধরা দেয় আপনার পাতা ফাঁদে।
advertisement
11/13
স্যাভলন বা ডেটল দিয়ে তেলাপোকা তাড়ান: যে কোন একটি উপকরণ নেবেন। আর লাগবে জল। ২৫০ গ্রাম জলের জন্য ৪ চা চামচ স্যাভলন বা ডেটল নেবেন। জলের পরিমান কম বেশি নিলে স্যাভলন বা ডেটলের পরিমানও কম বেশি নেবেন। এরপর জল এবং স্যাভলন ভাল ভাবে মিশিয়ে একটি বোতলে ভরে নেবেন। ভাল ভাবে মেশানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভাল ভাবে না মেশালে এটি কার্যকরী হবে না।
advertisement
12/13
এবার বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে বাড়ির যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব আছে সেখানে স্প্রে করে দিন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা মরে যাবে বা চলে যাবে। আর কখনও ফিরে আসবে না। এই উপায়ে পরপর এক সপ্তাহের মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলাপোকা-মুক্ত হয়ে যাবে।
advertisement
13/13
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
তেলাপোকার অত্যাচারে তিতিবিরক্ত...? তুড়িতে তাড়ান ৫ মিনিটে! শিখে নিন মোক্ষম 'টোটকা', 'পেস কন্ট্রোল' লাগবে না!