Acne in Summer: গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যায় আপনি জেরবার? স্বল্পমূল্যের এই তেল মাখুন! উপকার পাবেনই
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Acne in Summer: ত্বকের বিভিন্ন সমস্যায় এই তেল জুড়িহীন
advertisement
1/8

স্বল্প মূল্যে প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম টি ট্রি অয়েল। নামে চা থাকলেও এর সঙ্গে চায়ের কোনও সম্পর্ক নেই। কারণ টি ট্রি অয়েল হল অস্ট্রেলিয়ার মেলালিউকা অ্যাল্টারনিফোলিয়া গাছের পাতার নির্যাস। ত্বকের বিভিন্ন সমস্যায় এই তেল জুড়িহীন।
advertisement
2/8
অ্যাকনে নিয়ন্ত্রণ, টিজোনকে তেলমুক্ত রাখা, ঘামের গন্ধ দূর করা, হ্যান্ড স্যানিটাইজার, খুসকি নিয়ন্ত্রণ-সহ একাধিক সমস্যার সমাধান টি ট্রি অয়েল।
advertisement
3/8
টি ট্রি অয়েলের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ অসামান্য। তাই অ্যাকনে দূর করে ত্বক থেকে। ব্রণর জন্য ত্বক ফুলে ওঠা ও লালভাব কমানোও এর কাজ।
advertisement
4/8
অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের জন্য চর্মরোগের প্রদাহ ও চুলকানি কমায় এই তেল। তাই একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিসের মতো অসুখে ব্যবহার করা হয় টি ট্রি অয়েল।
advertisement
5/8
টি ট্রি অয়েল বৈশিষ্ট্যের দিক থেকে অ্যান্টি ফাঙ্গাল। অ্যাথলিটস ফুট এবং রিংওয়ার্মে খুবই কার্যকর এই নির্যাস।
advertisement
6/8
কীটপতঙ্গের কামড়, অ্যালার্জি-সহ নানা কারণে ত্বকে চুলকানি ও জ্বালা হতে পারে। সেই প্রদাহে আরাম দেয় টি ট্রি অয়েল।
advertisement
7/8
ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব শুষে নেয় টি ট্রি অয়েল। তাই তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য খুবই উপকারী টি ট্রি অয়েল।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Acne in Summer: গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যায় আপনি জেরবার? স্বল্পমূল্যের এই তেল মাখুন! উপকার পাবেনই