Tea Leaves Hacks: ব্যবহার করা চায়ের পাতা ফেলবেন না, কাজে লাগান ঘর সংসারের বহু সমস্যায়, আপনার খরচ বাঁচবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tea Leaves Hacks: জানেন কি প্রিয় পানীয় ছাড়াও চায়ের পাতার আরও ব্যবহার আছে গৃহস্থালির নানা কাজে
advertisement
1/9

এক পেয়ালা চা ছাড়া আমাদের দিন শুরু হয় না। কিন্তু জানেন কি প্রিয় পানীয় ছাড়াও চায়ের পাতার আরও ব্যবহার আছে গৃহস্থালির নানা কাজে। শুকনো এবং ব্যবহৃত দু ধরনের চায়ের পাতাই।
advertisement
2/9
কিছুটা চা পাতা রোদে শুকিয়ে নিন সম্পূর্ণভাবে৷ তার পর ভাগ করে করে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিন আলমারি বা ওয়ার্ডরোবের আনাচেকানাচে৷ পোকামাকড় হবে না৷ দূরে থাকবে দুর্গন্ধ৷ একইভাবে দুর্গন্ধ দূর করতে জুতোর ভিতরেও রাখতে পারেন চায়ের পাতা৷ কাজ করবে শ্যু ফ্রেশনার হিসেবেও৷
advertisement
3/9
পরিষ্কার করার পরও অনেক সময় রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ যেতে চায় না ৷ অনেক সময় এরকমও হয়, বেশ কিছু দিন ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না ৷ খোলা পাত্রে ফ্রিজের মাঝের তাকে রেখে দিন শুকনো চায়ের পাতা ৷
advertisement
4/9
মাইক্রোওয়েভ আভেনে খাবার গরম করার পর ব্যবহৃত গ্রিন টি-র ভিজে পাতা রেখে দিন৷ দু’টি ক্ষেত্রেই খাবারের গন্ধ চলে গিয়ে চায়ের পাতা কাজ করবে ফ্রেশনার হিসেবে ৷
advertisement
5/9
জৈব সার হিসেবেও চা পাতা অতুলনীয় ৷ ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিন গাছের গোড়ায় ৷ ইন্ডোর ও আউটডোর দু’ রকম গাছের ক্ষেত্রেই ব্যবহৃত চায়ের পাতা ভাল কমপোস্ট ৷
advertisement
6/9
কাপের তলানি চা খেতে ইচ্ছে করে না? অথবা অনেকটা চা না খাওয়া হয়ে পড়ে আছে? ফেলবেন না ৷ গাছের গোড়ায় দিন ৷ স্প্রে বটলে করে ছিটিয়ে দিতে পারেন গাছের পাতাতেও ৷ তবে মনে রাখবেন দু’টি ক্ষেত্রেই যেন তরলটি ঘরের তাপমাত্রায় থাকে ৷
advertisement
7/9
টগবগে জলে ফুটিয়ে নিন কালো ব্ল্যাক টি ৷ ছেঁকে নিয়ে ওই মিশ্রণ ব্যবহার করতে পারেন উডেন সারফেস বা উডেন ফ্লোর পরিষ্কার করার কাজে ৷
advertisement
8/9
গরম বা উষ্ণ জলে ডুবিয়ে রাখুন টিব্যাগ ৷ তার পর যদি উষ্ণতা আপনার ত্বকের জন্য সহনশীল অবস্থায় এলে, টিব্যাগ দুটি রাখুন বন্ধ চোখের উপরে ৷ চায়ের লিকারে কটন প্যাড চুবিয়েও এই কাজে ব্যবহার করতে পারেন ৷ ৫ থেকে ১০ মিনিট ধরে টিব্যাগ আইমাস্ক হিসেবে রাখুন চোখের উপর ৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea Leaves Hacks: ব্যবহার করা চায়ের পাতা ফেলবেন না, কাজে লাগান ঘর সংসারের বহু সমস্যায়, আপনার খরচ বাঁচবে