TRENDING:

Tea And Smoking: চা খেলেই সিগারেটে সুখটান? তিলে তিলে ঝাঁঝরা হয়ে যাচ্ছে এই অঙ্গ! বাসা বাঁধছে মারণ রোগ, এখনই জানুন

Last Updated:
Tea And Cigarette Smoking: অনেকেই চায়ের সঙ্গে খান সিগারেট। জানেন কী শরীরের কোন ভয়ঙ্কর সর্বনাশ করে এই নেশা?
advertisement
1/7
চা খেলেই সিগারেটে সুখটান? তিলে তিলে ঝাঁঝরা হচ্ছে এই অঙ্গ! বাসা বাঁধছে মারণ রোগ
শখের বসে গড়ে ওঠে এমন কিছু অভ‍্যাস যা তিলে তিলে সর্বনাশ করতে থাকে শরীরের। তেমনই একটি অভ‍্যাস হল সিগারেট খাওয়া। তবে, অনেকেই চায়ের সঙ্গে খান সিগারেট। জানেন কী শরীরের কোন ভয়ঙ্কর সর্বনাশ করে এই নেশা?
advertisement
2/7
চায়ে চুমুক দিলেই সিগারেটে সুখ টান দিতে ইচ্ছে হয়। এই বদ অভ‍্যাসের শিকার প্রচুর মানুষ। সিগারেট খাওয়া শরীরের পক্ষে একেবারেই ভাল নয়। ক‍্যানসার-সহ একাধিক রোগের ঝুঁকি বাড়ে।
advertisement
3/7
একটি চিকিত্‍সা সংক্রান্ত জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চা এবং সিগারেট একসঙ্গে খেলে প্রচুর রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনকী মারণ রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে।
advertisement
4/7
চা এবং সিগারেট প্রেমীরা অনেকেই বলেন, চা এবং সিগারেট একসঙ্গে খেলে মানসিক চাপ কমে। যদিও চিকিত্‍সকরা এমনটা কখনওই বলেন না।
advertisement
5/7
অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গরম চা খাদ্য পাইপের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনি যখন চায়ের সঙ্গে সিগারেট পান করেন, তখন ক্ষতির ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। দীর্ঘদিন এই অভ্যাস চালিয়ে গেলে ক্যানসারের মতো বিপজ্জনক রোগ হতে পারে।
advertisement
6/7
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ে ক্যাফেইন পাওয়া যায়, যা পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড তৈরি করে। এটি হজমে সহায়ক, তবে অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন পেটে প্রবেশ করলে ক্ষতি হতে পারে। সেই সঙ্গে সিগারেট বা বিড়িতেও নিকোটিন পাওয়া যায়। খালি পেটে একসঙ্গে চা ও সিগারেট পান করলে মাথাব্যথা ও মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে।
advertisement
7/7
মেডিক‍্যাল নিউজের একটি প্রতিবেদন অনুসারে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে তা ফুসফুসের ক্ষতি করে। চিকিত্‍সা সংক্রান্ত এই জার্নাল জানাচ্ছে, চা এবং সিগারেটের একসঙ্গে ফুসফুসের ক্যানসারের সমস‍্যা ঘটাতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea And Smoking: চা খেলেই সিগারেটে সুখটান? তিলে তিলে ঝাঁঝরা হয়ে যাচ্ছে এই অঙ্গ! বাসা বাঁধছে মারণ রোগ, এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল