Tatul Side Effects: গরমে তেঁতুলের টক খাচ্ছেন, ডালে দিচ্ছেন? ক্ষতি হচ্ছে না উপকার!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Tatul Side Effects: গরমে তেঁতুলের টক খেলেই আরাম! ফুচকাতে তেঁতুলের জল ছাড়া জমেই না! তবে এত কিছু বিপদ হচ্ছে না তো? জানুন চিকিৎসকের মত
advertisement
1/6

এই গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই তেঁতুলের চাটনি কিংবা ফুচকার সাথে তেঁতুল জল খাচ্ছেন! গরমে প্রতিদিন তেঁতুল খাওয়া শরীরের জন্য কি ভাল? কীবলছেন বিশেষজ্ঞ? জানুন photo source collected
advertisement
2/6
তেঁতুল এমন একটা ফল যা নানা ভাবে খাওয়া যায়। খাবারের সঙ্গে অনেকেই তেঁতুলের আচার ও ফুচকার সাথে অনেকেই তেঁতুলের জল খেতে ভালবাসেন। তবে প্রতিদিন তেঁতুল খাওয়া আদৌ কি উপকার? photo source collected
advertisement
3/6
এ ব্যাপারে বিশিষ্ট ডাক্তার কিংশুক প্রামাণিক জানান, ওজন কমাতে তেঁতুল ভীষণ সাহায্য করে। এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট সুস্থ রাখে। photo source collected
advertisement
4/6
এছাড়াও তেঁতুল গলা ব্যথা বা জয়েন্টের ব্যথা কিংবা সর্দি-কাশি, ফ্লু দূর করতেও সাহায্য করে। তবে তেঁতুলের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর কিছু ক্ষতিকারক দিক রয়েছে। photo source collected
advertisement
5/6
বেশি তেঁতুল খেলে রক্তচাপ কমে যায়। এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের চুলকানি, ফুসকুড়ি, বমি শ্বাস নিতে অসুবিধার মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে। photo source collected
advertisement
6/6
এছাড়াও তেঁতুল গ্লুকোজ এর মাত্রা কমিয়ে দিতে পারে। তেঁতুল খেলে দ্রুত ওজন কমে । এছাড়া তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড থাকে, যা দাঁত নষ্ট করে দিতে পারে। তাই বেশি তেঁতুল খেলে এই সমস্যা গুলো দেখা দিতে পারে। (তথ্য: পিয়া গুপ্তা)photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tatul Side Effects: গরমে তেঁতুলের টক খাচ্ছেন, ডালে দিচ্ছেন? ক্ষতি হচ্ছে না উপকার!