TRENDING:

Tattoos: ট্যাটু করালেই ক্যানসারের আশঙ্কা বাড়ে কয়েকগুণ! কোন রং সবচেয়ে খারাপ? গবেষণায় আঁতকে ওঠা তথ্য

Last Updated:
Tattoos: ট্যাটু দুই ধরনের। অস্থায়ী এয়ারব্রাশ ট্যাটু, অনেকটা তুলিতে কালি লাগিয়ে ছবি আঁকার মতো। আর স্থায়ী ট্যাটু করা হয় বিশেষ যন্ত্রের মাধ্যমে কালিসহ সুঁচ চামড়ার ভেতরে ঢুকিয়ে।
advertisement
1/7
ট্যাটু করালেই ক্যানসারের আশঙ্কা! কোন রং সবচেয়ে খারাপ? গবেষণায় আঁতকে ওঠা তথ্য
ট্যাটু এখন হালের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এখনকার যুব সম্প্রদায় বেশি আগ্রহী ট্যাটু করার প্রতি। একটা সময়ে খেজুর কাঁটা আর গাছের রস দিয়ে উল্কি করা হত। সেই উল্কিই আজ ট্যাটুর আদলে তরুণ তরুণীদের কাছে ধরা দিয়েছে ফ্যাশন হিসেবে। আর তাই নিজেকে একটু আলাদা করতেই ট্যাটু করছেন অনেকে।
advertisement
2/7
ট্যাটু দুই ধরনের। অস্থায়ী এয়ারব্রাশ ট্যাটু, অনেকটা তুলিতে কালি লাগিয়ে ছবি আঁকার মতো। আর স্থায়ী ট্যাটু করা হয় বিশেষ যন্ত্রের মাধ্যমে কালিসহ সুঁচ চামড়ার ভেতরে ঢুকিয়ে। তবে আজকাল ট্যাটু বিশেষ লেজারের মাধ্যমে তুলেও ফেলা যায়।
advertisement
3/7
তবে, শরীরে আঁকা ট্যাটু যে আপনার মৃত্যুও ডেকে আনতে পারে, তা কি জানেন আপনি? না এইডস নয়, সেই ঝুঁকি তো আগেও ছিল। বিজ্ঞানীদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে ট্যাটুর রং। বিজ্ঞানীমহলের দাবি, ট্যাটুও ক্যানসারের কারণ। ট্যাটুর বিশেষ একটি রং-কেই তাঁরা এর জন্য কাঠগড়ায় তুলেছেন। বাকি রংগুলোর তুলনায় একটি রং-ই বেশি টক্সিক।
advertisement
4/7
ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির একটি গবেষণার ভিত্তিতেই এমনটা দাবি করা হয়। শরীরে ট্যাটুর রঙের প্রভাব নিয়ে তারা বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। তার রিপোর্ট কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতোই। ট্যাটুর রং থেকে অ্যালার্জি কমন ঘটনা। শুধু তাই নয়, কার্সেজেনিক বলেও তাঁরা মনে করছেন। রঙের উপাদানে থাকা টক্সিক প্রজননেও প্রভাব ফেলে।
advertisement
5/7
গবেষণায় দেখা গিয়েছে, ট্যাটুর লাল রঙে ডার্মাটাইটিসের সম্ভাবনা রয়েছে। রঙে থাকা মার্কারি সালফাইড-ই এর কারণ। লাল ছাড়াও নীল, সবুজ ও পার্পল রং থেকেও নানারকম চর্মরোগ দেখা দিতে পারে। তবেই কালোই তুলনামূলক ভাবে ক্ষতিকারক বেশি।
advertisement
6/7
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) কালো ও ন্যাচরাল হেনার রং নিয়েও সতর্ক করেছে। তারা জানাচ্ছে, হেনায় যে 'কেমিক্যাল ডাই' থাকে তা ত্বকের জন্য অত্যন্ত টক্সিক। ত্বকের উপর এর প্রয়োগ যে কারণে আইন বিরুদ্ধ। কালো ট্যাটু করতে সরাসরি নিষেধই করা হচ্ছে।
advertisement
7/7
যাদের বয়স কম, যাদের ডায়াবেটিস, অ্যালার্জি বা অন্য কোনও শারীরিক জটিলতা আছে, তাদের ট্যাটু না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সব ট্যাটু সব মানুষের জন্য সহনীয় নয় বলেও মন্তব্য করেন তারা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tattoos: ট্যাটু করালেই ক্যানসারের আশঙ্কা বাড়ে কয়েকগুণ! কোন রং সবচেয়ে খারাপ? গবেষণায় আঁতকে ওঠা তথ্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল