TRENDING:

Seafood Tourism: ডুবো তেলে মুচমুচে ইলিশ-চিংড়ি-পমফ্রেট-অক্টোপাস ভাজা! কোনও দামি রেস্তোরাঁ নয়! নামমাত্র দামে পাবেন ঘরের কাছেই এই সমুদ্র সৈকতে

Last Updated:
Seafood Tourism: স্বাদ বদলাতে বকখালি সি-বীচে এসে এবার খান অক্টোপাস ভাজা। বকখালি সমুদ্র সৈকতে তো মাছভাজা পাওয়াই যেত। তবে এবার সেসবের সঙ্গে সি ফুড মিলছে সেখানে।
advertisement
1/6
মুচমুচে ইলিশ-চিংড়ি-অক্টোপাস! দামি রেস্তোরাঁ নয়! অল্প দামে পাবেন ঘরের কাছে এই সমুদ্র সৈকতে
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা,নবাব মল্লিক: স্বাদ বদলাতে বকখালি সি-বীচে এসে এবার খান অক্টোপাস ভাজা। বকখালি সমুদ্র সৈকতে তো মাছভাজা পাওয়াই যেত। তবে এবার সেসবের সঙ্গে সি ফুড মিলছে সেখানে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
এখানে এসে স্কুইড থেকে সামুদ্রিক চিংড়ি সব কিছুই চেটেপুটে খাচ্ছেন পর্যটকরা। আসলে এই সি ফুড সর্বত্র পাওয়া যায় না। ফলে এখানে এসে অনেকেই শখ করে এই সব অর্ডার দিচ্ছেন।
advertisement
3/6
এছাড়াও বড় ইলিশ কিনে ভাজা, করা থেকে সস্তায় লটে মাছ ভাজা সব কিছুর অর্ডার আসছে। ১০ টাকা থেকে ৩০০ টাকা আপনার বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে সব।
advertisement
4/6
আগে সন্ধ্যার পর বেশি দেখতে পাওয়া যেত এই স্টলগুলি। এখন দিনের বেলাতেও থাকছে এই স্টল। ফাঁকা সমুদ্র সৈকতে রয়েছে একের পর এক অস্থায়ী দোকান। এই অস্থায়ী দোকান থাকে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত।
advertisement
5/6
পাওয়া যায় রকমারি মাছভাজা। প্লেটে করে সাজিয়ে রাখা হয় মাছ। প্লেট হিসাবে ১৫০ থেকে ৩৫০ এর মধ‍্যে বিক্রি হয় সেই মাছ। মাছগুলি থাকে টাটকা। পছন্দ মতো অর্ডার করলেই আপনার সামনে ভাজা হয় সেই মাছ।
advertisement
6/6
কী থাকে সেই প্লেটে? থাকে ইলিশ, পমফ্রেট, ভেটকি, সামুদ্রিক চিংড়ি, লটে-সহ একাধিক জিভে জল আনা মাছের সম্ভার। আর যদি আপনি সি ফুড ভালোবাসেন, তা হলে খেয়ে দেখতে পারেন স্কুইড অক্টোপাস, মুরুলি-সহ একাধিক সামুদ্রিক প্রাণী। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Seafood Tourism: ডুবো তেলে মুচমুচে ইলিশ-চিংড়ি-পমফ্রেট-অক্টোপাস ভাজা! কোনও দামি রেস্তোরাঁ নয়! নামমাত্র দামে পাবেন ঘরের কাছেই এই সমুদ্র সৈকতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল