TRENDING:

Tarapith-Travel: তারাপীঠে যাচ্ছেন? কোথায় থাকবেন? কী কী দেখবেন? সস্তায় থাকা খাওয়া সব পাবেন! জানুন বিস্তারিত

Last Updated:
Tarapith-Travel: তারাপীঠে সস্তার হোটেল যেমন আছে তেমন পেয়ে যাবেন ৫ স্টার হোটেলও! পুজো দিতে এসে ঘুরে যেতেই পারেন তারাপীঠের এই সব জায়গা থেকেও!
advertisement
1/9
তারাপীঠে যাচ্ছেন? কোথায় থাকবেন? কী কী দেখবেন? সস্তায় থাকা খাওয়া সব পাবেন! জানুন
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ যা এক সিদ্ধপীঠ তন্ত্রপীঠ নামে পরিচিত। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। তবে কীভাবে পৌঁছাবেন এই তারাপীঠ মন্দির,কোথায় থাকবেন এবং এই তারাপীঠ মন্দিরের আশেপাশে কী কী দেখার জায়গা রয়েছে, সমস্ত বিষয়টি জেনে নিন এক ঝলকেই।(photo source collected)
advertisement
2/9
বীরভূমের এই তারাপীঠ আসতে গেলে আপনাদের শিয়ালদা,হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে রামপুরহাট স্টেশন পৌঁছাতে হবে। আপনি চাইলে নিজস্ব চারচাকা গাড়িতেও তারাপীঠ আসতে পারেন। সেই স্টেশন থেকে বেরিয়ে আপনি মাত্র ৪০ টাকা বিনিময়ে পৌঁছে যাবেন তারাপীঠে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ এর দূরত্ব মাত্র ৯ কিলোমিটার।(photo source collected)
advertisement
3/9
এবার প্রশ্ন থাকবেন কোথায়? তারাপীঠে রয়েছে প্রায় কয়েক হাজার সরকারি এবং বেসরকারি ছোট বড় হোটেল। মধ্যবিত্ত থেকে শুরু করে বড়লোক সকলের থাকার জন্য হোটেল এবং আশ্রম আছে। তারাপীঠের মধ্যে রয়েছে ভারত সেবাশ্রম। সেখানে খুব অল্প টাকার বিনিময়ে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে।(photo source collected)
advertisement
4/9
এবার প্রশ্ন এই তারাপীঠের আশেপাশে দেখার মত কী জায়গা রয়েছে? তারাপীঠের মধ্যে রয়েছে মা তারার মন্দির এবং মন্দির থেকে কিছু দূরে রয়েছে মহাশ্মশান এবং তারাপীঠ মন্দির থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে বীরচন্দ্রপুরের ইসকন মন্দির,রয়েছে ঘোষগ্রাম এর আদি লক্ষ্মী বাড়ি।(photo source collected)
advertisement
5/9
এছাড়াও তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার পথেই পড়বে সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে আটলা গ্রাম, এবং তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশন যাওয়ার পথে লোকনাথ রিসোর্ট এর পাশে নতুন এক মন্দির স্থাপিত হয়েছে লক্ষীনারায়ণের মন্দির এই মন্দিরও হয়ে উঠতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।(photo source collected)
advertisement
6/9
এই গুলো তো গেল আপনি তারাপীঠে এসে কী কী দেখতে পারবেন। এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সমস্ত মন্দির দর্শন করার পর আপনি পরের দিন আশেপাশের কোন কোন জায়গা দর্শন করতে পারবেন!(photo source collected)
advertisement
7/9
তারাপীঠের আশেপাশে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ।লাল মাটির জেলা বীরভূমকে বলা চলে মা কালীর চারণভূমি। কংকালীতলা , বক্রেশ্বর,নলাটেশ্বরী,ফুল্লরা,নন্দীকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে। সকাল সকাল আপনি বেরিয়ে পড়লে বিকেলের মধ্যে সমস্ত তীর্থস্থান ঘুরে আসতে পারবেন।(photo source collected)
advertisement
8/9
এছাড়াও তারাপীঠ থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে কবিগুরুর লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন ভ্রমন করতে গেলে আপনাকে অন্তত হাতে একটি বেশি দিন সময় নিয়ে আসতে হবে। কারণ এই শান্তিনিকেতনে ভ্রমণের মতো রয়েছে একাধিক জায়গা।(photo source collected)
advertisement
9/9
যেমন শান্তিনিকেতন ভবন,ছাতিমতলা,কাচের মন্দির বা উপাসনাগৃহ,তালধ্বজ,তিনপাহার ও আম্রকুঞ্জ, দেহলি, ঘণ্টাতলা, বকুলবীথি, উত্তরায়ণ প্রাঙ্গন ইত্যাদি। তাই হাতে তিন দিন তারাপীঠ ভ্রমণে আসতে চাইলে আপনি এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। (তথ্য:সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tarapith-Travel: তারাপীঠে যাচ্ছেন? কোথায় থাকবেন? কী কী দেখবেন? সস্তায় থাকা খাওয়া সব পাবেন! জানুন বিস্তারিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল