Tarapith: তাঁর জন্যই বিখ্যাত তারাপীঠ! তারা মায়ের দর্শন করতে গেলে একবার ঘুরে আসুন সাধক বামাক্ষ্যাপার সমাধিস্থল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
প্রত্যেকদিন প্রায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দিরে। তবে যার জন্য খ্যাতির চূড়ায় এই তারাপীঠ তার সম্বন্ধে কত জন জানেন?
advertisement
1/5

বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন প্রায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দিরে। তবে যার জন্য খ্যাতির চূড়ায় এই তারাপীঠ অর্থাৎ সাধক বামাক্ষ্যাপা তার সম্বন্ধে কত জন জানেন? বীরভূমের তারাপীঠ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত আটলা গ্রাম। যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তবে সেই সাধক বামাক্ষ্যাপার মৃত্যু কীভাবে হয়েছিল কোথায় রয়েছে তার সমাধি! সেই সম্বন্ধে অনেকেই জানেন না। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
আটলা গ্রামের এক পুরোহিত শুভেন্দু রায় তিনি জানান, "বামাক্ষ্যাপা দেহত্যাগ করেছিলেন বাংলার ১৩১৮ সালের ২ শ্রাবণ। সেই সময় তিথিটা ছিল আষাঢ়ের কৃষ্ণাঅষ্টমী তিথি। আনুমানিক ১ টা ৫ নাগাদ তিনি দেহত্যাগ করেন। তবে কীভাবে মারা গিয়েছিলেন! এই বিষয়ে জানা যায়, বামাক্ষ্যাপা ধ্যানস্ত অবস্থায় বসেছিলেন ঠিক সেই সময় তার ব্রহ্ম তালু ভেদ হয়ে প্রাণ বায়ু বেরিয়ে যায়।"
advertisement
3/5
তিনি জানান, "ঠিক সেই মতো অবস্থায় অর্থাৎ বসানো অবস্থাতেই সাধক বামাক্ষ্যাপার সমাধি দেওয়া হয়। আর সেই সমাধি দেওয়া হয় প্রায় দু-মানুষ পর্যন্ত গর্ত করে উত্তর দিকে মুখ করিয়ে সাধক বামদেবকে বসিয়ে তার আশ্রমের ব্যবহৃত বিভিন্ন জিনিস সমস্ত সমাধিতে সাজিয়ে নগেন্দ্রনাথ বাবু নিজে উপস্থিত থেকে এবং তখনকার দিনের রামপুরহাটের ম্যাজিস্ট্রেট অবিনাশ বাবু নিজে উপস্থিত থেকে এই সমাধিকার্য সম্পন্ন করেন।"
advertisement
4/5
আর এই সমাধি দেওয়ার সময় অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল, কারণ নগেন্দ্রনাথ বাগচিকে বামদেব দেহত্যাগের তিন দিন আগে বলেছিলেন এই জায়গায় আমার দেহত্যাগের পর সমাধি করিস। তখন নগেন্দ্রনাথ বাগচী কান্নাকাটি শুরু করেছিলেন যে বামদেব বাবা আপনি এরকম কথা কেন বলছেন? আর বামদেবের সেই নির্দেশেই নগেন্দ্রনাথ বাগচী বলেছিলেন বামাক্ষ্যাপাকে এই জায়গায় সমাধি দিতে হবে, অন্যদিকে তার ভক্তরা বিরোধিতা করেছিলেন। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হতেই খবর পৌঁছে যায় রামপুরহাটের ম্যাজিস্ট্রেটের কাছে, ঠিক সেই সময়ে রামপুরহাটের ম্যাজিস্ট্রেট অবিনাশ বাবু পুলিশ প্রশাসন নিয়ে এসে এই সমাধিকার্য সম্পন্ন করেন।
advertisement
5/5
তবে এবার প্রশ্ন আপনি কোথায় গেলে এই সমাধি মন্দির দেখতে পাবেন! মা তারার আসল যে স্থান অর্থাৎ মা তারার চরমতলা যেটা পাদপদ্য হিসেবে পরিচিত ওই মন্দিরের থেকেই পাশে বাঁদিকে যে বড় মন্দিরটি রয়েছে সেটি সাধক বামাক্ষ্যাপার সমাধিস্থল। আর এই সমাধি মন্দিরের পাশেই পূর্বদিকে বামদেবের শিক্ষা গুরুর সমাধি রয়েছে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tarapith: তাঁর জন্যই বিখ্যাত তারাপীঠ! তারা মায়ের দর্শন করতে গেলে একবার ঘুরে আসুন সাধক বামাক্ষ্যাপার সমাধিস্থল