TRENDING:

Tapioca Pearl Health Benefits: এককথায় সুপারফুড, মেয়েদের জন্য বিশেষ উপকারী! গ্লুটেনমুক্ত এই খাবার পুষ্টির ভান্ডার

Last Updated:
Tapioca Pearl Health Benefits: কী কী উপকার রয়েছে এই ছোট্ট সাদা দানায়? বিশেষজ্ঞরা বলছেন, এককথায় একে সুপারফুড বলা যায়।
advertisement
1/9
সেরা সুপারফুড! মেয়েদের জন্য বিশেষ উপকারী, গ্লুটেনমুক্ত এই খাবার পুষ্টির ভান্ডার
বাঙালি বাড়ির খুবই পরিচিত ও জনপ্রিয় খাবার। বিশেষ করে নিরামিষ খাওয়ার দিন বা উপোস করে ভাঙার দিনে এর চেয়ে উপকারী খাবার খুবই কমই রয়েছে।
advertisement
2/9
বিশেষজ্ঞরা বলছেন, সাবু শর্করা বা কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। কিন্তু তা ছাড়াও সাবুদানার রয়েছে হরেক গুণ, বিশেষত নারীর স্বাস্থ্যরক্ষায় বেশ কার্যকর এই খাবার।
advertisement
3/9
কী কী উপকার রয়েছে এই ছোট্ট সাদা দানায়? বিশেষজ্ঞরা বলছেন, এককথায় একে সুপারফুড বলা যায়।
advertisement
4/9
কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতামত জানলে রোজ ডায়েটে সাবু খেতে চাইবেন আপনিও।
advertisement
5/9
সাবু সহজেই জিহ্বাতে অবস্থিত স্বাদকোরকগুলিকে উদ্দীপিত করে। ফলে রোগগ্রস্থ অবস্থা থেকে মুক্তির সময়ে মুখের স্বাদ ফিরিয়ে আনতে সহায়তা করে সাবু। পাশাপাশি উপবাস ভঙ্গ করতেও সাবু দারুণ কার্যকর।
advertisement
6/9
সাবুদানা স্টার্চ জাতীয় শর্করার খুব ভাল উৎস। ওজন বৃদ্ধি করতে চান এমন ব্যক্তিদের ক্ষেত্রে সাবুদানা খুবই কার্যকর হতে পারে। অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনই একেবারে ওজন কমে যাওয়াও সুস্থতার লক্ষণ নয়। স্নেহ পদার্থের সুষম বণ্টনে সহায়তা করে সাবু।
advertisement
7/9
সাবুর মতো গ্লুটেন বিহীন খাদ্য উপাদান প্রকৃতিতে বিরল। গ্লুটেন এমন একটি উপাদান যা কিছু কিছু মানুষের দেহে অ্যালার্জি সৃষ্টি করে। ফলে বর্তমানে অনেকেই গ্লুটেন মুক্ত খাবার খেতে চান। যেহেতু গম বা বার্লির মতো খাদ্যে গ্লুটেন থাকে, তাই তার বিকল্প হতে পারে সাবু।
advertisement
8/9
সাবুদানাতে পরিমিত পরিমাণে 'ফোলেট' নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি ভ্রূণের বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। কারও কারও মতে, সাবু শিশুর জন্মের পূর্ববর্তী জটিলতা দূর করতেও সহায়তা করে।
advertisement
9/9
ঋতুস্রাব চলাকালীন নারীদের জন্য সাবু বেশ উপকারী হতে পারে। সাবুতে উপস্থিত ফোলেট লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tapioca Pearl Health Benefits: এককথায় সুপারফুড, মেয়েদের জন্য বিশেষ উপকারী! গ্লুটেনমুক্ত এই খাবার পুষ্টির ভান্ডার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল