TRENDING:

Tapeworm Attack in Brain: টেপওয়ার্ম থেকে সাবধান! বর্ষায় বারবার মাথাব্যথা, খিঁচুনির সমস্যায় হলেই ডাক্তারের কাছে যান...! অবহেলায় ভয়ঙ্কর ক্ষতি মস্তিষ্কের...

Last Updated:
Tapeworm Attack in Brain: বর্ষার সময় একধরনের পরজীবী শরীরে ঢুকে মস্তিষ্কে সিস্ট তৈরি করতে পারে। চিকিৎসকরা বলছেন, যদি নিয়মিত মাথাব্যথা ও খিঁচুনির সমস্যা হয়, তাহলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। এটি প্রাণঘাতী রোগেও রূপ নিতে পারে। এটিকে টেপওয়ার্মও বলা হচ্ছে৷ অবহেলায় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে শরীরের, বিস্তারিত জানুন...
advertisement
1/9
টেপওয়ার্ম থেকে সাবধান! বর্ষায় মাথাব্যথা, খিঁচুনির সমস্যায় সতর্ক হন! অবহেলায় ভয়ঙ্কর ক্ষতি
বর্ষায় বাড়ছে এক বিপজ্জনক সংক্রমণের ঝুঁকি বর্ষার সময় নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে এমন একটি পরজীবী (প্যারাসাইট) রয়েছে, যা খাবার বা জল মারফত শরীরে প্রবেশ করে এবং তারপর মস্তিষ্কে পৌঁছে ক্ষতি করতে পারে। এটি অত্যন্ত ভয়ানক হতে পারে এবং অবহেলা করলে প্রাণঘাতীও হতে পারে।
advertisement
2/9
মুম্বইয়ের মীরা রোডে অবস্থিত ওয়কহার্ট হাসপাতাল সম্প্রতি একটি স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, বর্ষায় খাদ্য ও জলদূষণের মাধ্যমে এমন এক টেপওয়ার্ম সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, যা মস্তিষ্কে সিস্ট তৈরি করতে পারে। এই সংক্রমণের নাম ‘নিউরোসিস্টিসারকোসিস’ (Neurocysticercosis)।
advertisement
3/9
পচা জল ও অপরিষ্কার খাবার দায়ী ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বইতে এই সংক্রমণের ঝুঁকি বেশি, কারণ বর্ষায় বহু জায়গায় জল জমে থাকে। এই জল ও খাবার সহজেই পরজীবীতে আক্রান্ত হতে পারে। অপরিষ্কার সবজি বা আধসেদ্ধ মাংস থেকেও এটি ছড়াতে পারে।
advertisement
4/9
কীভাবে দেহে ঢুকে পড়ে এই প্যারাসাইট? ওয়কহার্ট হাসপাতালের নিউরোলজিস্ট ডাঃ পবন পাই জানান, টেপওয়ার্মের লার্ভা অনেক সময় কাঁচা বা আধসেদ্ধ পর্ক মাংসে, বা ভালোভাবে না ধোয়া সবজিতে লুকিয়ে থাকতে পারে। এগুলো শরীরে ঢুকলে সেগুলি দৃষ্টিগোচর হয় না কিন্তু ধীরে ধীরে মস্তিষ্কে গিয়ে সিস্ট তৈরি করে।
advertisement
5/9
এই দুটি উপসর্গে থাকুন সতর্ক ডাঃ পাই আরও বলেন, শিশু, বৃদ্ধ এবং দুর্বল ইমিউনিটির রোগীদের মধ্যে এই সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। যদি কেউ নিয়মিত মাথাব্যথা বা খিঁচুনির সমস্যায় ভোগেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এসব উপসর্গ হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে।
advertisement
6/9
কীভাবে রক্ষা করবেন নিজেকে? এই রোগের প্রতিরোধে ওয়কহার্ট হাসপাতাল কিছু পরামর্শ দিয়েছে: – সবসময় জলে ফিল্টার ব্যবহার করুন বা জল ফুটিয়ে পান করুন। – সবজি ও ফল ভালোভাবে ধুয়ে তারপর খান। – মাংস ভালোভাবে রান্না করে খান, যাতে পরজীবী মারা যায়।
advertisement
7/9
কী এই নিউরোসিস্টিসারকোসিস? CDC অনুযায়ী, নিউরোসিস্টিসারকোসিস একধরনের পরজীবী সংক্রমণ যা টিনিয়া সোলিয়াম নামের পর্ক টেপওয়ার্মের লার্ভা থেকে হয়। এই লার্ভা শরীরের যেকোনো অংশে সিস্ট তৈরি করতে পারে, তবে মস্তিষ্কে সিস্ট তৈরি হলে তাকে নিউরোসিস্টিসারকোসিস বলা হয়।
advertisement
8/9
সময়মতো ব্যবস্থা না নিলে বিপজ্জনক পরিণতি CDC এই সংক্রমণকে প্রাণঘাতী বলে মনে করে। এটি মস্তিষ্কের কোষ নষ্ট করে দিতে পারে এবং রোগীর জীবন বিপন্ন করে তুলতে পারে। তাই কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণ নেওয়া উচিত, যাতে রোগের প্রাথমিক পর্যায়েই তা নিয়ন্ত্রণ করা যায়।
advertisement
9/9
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tapeworm Attack in Brain: টেপওয়ার্ম থেকে সাবধান! বর্ষায় বারবার মাথাব্যথা, খিঁচুনির সমস্যায় হলেই ডাক্তারের কাছে যান...! অবহেলায় ভয়ঙ্কর ক্ষতি মস্তিষ্কের...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল