Tap Water: ট্যাপের মুখে জমে নোংরা, টপটপ করে পড়ছে জল! ১ চামচ তেলেই হবে ম্যাজিক, ঝক্কি ছাডা়ই পরিষ্কারের সবচেয়ে সহজ উপায় এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

ট‍্যাপ থেকে টপটপ করে পড়ছে জল। বিশেষত বাথরুমের ট‍্যাপ প্রায়শই খারাপ হতে থাকে। এতে জল ভাল করে পড়ে না। ট‍্যাপের মুখে নোংরা জমেই বেশিরভাগ ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় জলের প্রবাহ।
advertisement
2/7
কিন্তু মুশকিল হল ট‍্যাপের সরু মুখের ভেতরে পরিষ্কার করা মোটেই সহজ নয়। ট‍্যাপের ভেতর সাফ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়। বারাবার প্লাম্বারকে ডেকে ঠিক করানোয় খরচ হয়। জলও প্রচুর পরিমানে নষ্ট হয়।
advertisement
3/7
তবে এই সমস‍্যার খুব সহজ সমাধান রয়েছে। মাত্র এক চামচ তেল দিয়েই ঝকঝকে করে তোলা যাবে ট‍্যাপ। টিপটিপ করে জল পড়ার সমস‍্যা প্লাম্বার ছাড়াই হবে বন্ধ।
advertisement
4/7
শুনতে অবাক লাগলেও মাত্র একচামচ তেলেই সম্ভব ট‍্যাপের সমস‍্যার সম্পূর্ণ সমাধান সম্ভব। সবচেয়ে ভাল হবে যদি তার্পিন তেলের ব‍্যবহার করা যায়।
advertisement
5/7
এটি বাজারে খুব সহজেই পাওয়া যাবে। এবার ট‍্যাপ বন্ধ করুন। ট‍্যাপের ওয়াশার খুলে নিন। অর্থাত্‍ ট‍্যাপের মুখটা খুলে ডুবিয়ে রাখুন তার্পিন তেলে।
advertisement
6/7
প্রায় ১ ঘণ্টা তার্পিন তেলে ডুবিয়ে রাখার পর ফুলে যাবে ওয়াশারটি। ওয়াশারটি তেল থেকে বের করে পরিষ্কার করুন। বেশি ঘষাঘষির দরকার পড়বে না, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার ফের ট‍্যাপের মুখে লাগিয়ে দিলেই সম্পূর্ণ পরিষ্কার হবে ট‍্যাপের মুখ।
advertisement
7/7
ট‍্যাপের মধ‍্যে নোংরা জমার একটি বড় কারণ জলের মধ‍্যে থাকা সোডিয়াম, আয়রণ ইত‍্যাদি। পাইপের গায়ে এগুলি জমতে জমতে বন্ধ করে দেয় ট‍্যাপ, শাওয়ার বা জেট স্প্রের মুখ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tap Water: ট্যাপের মুখে জমে নোংরা, টপটপ করে পড়ছে জল! ১ চামচ তেলেই হবে ম্যাজিক, ঝক্কি ছাডা়ই পরিষ্কারের সবচেয়ে সহজ উপায় এখনই জানুন