Removing Tan: সুইমিং পুলে সাঁতার কেটে হাত পা ট্যানড? ঘরোয়া টোটকায় সহজেই তুলে ফেলুন ত্বকের কালো ছোপ, জানুন বিশেষজ্ঞের টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Removing Tan: সাঁতার কাটার আনন্দ অনেকটা ম্লান হয়ে যায় ট্যানিংয়ের ভয়ে
advertisement
1/7

গরমে আরাম পাওয়ার সেরা উপায় সুইমিং পুলে অবগাহন। আধুনিক শহুরে জীবনে সুইমিং পুলই দেয় সাঁতার কাটার আনন্দ। কিন্তু সাঁতার কাটার আনন্দ অনেকটা ম্লান হয়ে যায় ট্যানিংয়ের ভয়ে।
advertisement
2/7
সুইমিং পুলে সাঁতার কাটলে শরীরে অনাবৃত অংশ চট করে কালো হয়ে যায়। ইন্ডোর পুল হলে অত সমস্যা হয় না। কিন্তু আউটডোর পুলে ট্যানিং গুরুতর সমস্যা।
advertisement
3/7
কীভাবে সাঁতারের পরে ত্বক থেকে ট্যানড অংশ তুলবেন তার জন্য কিছু টিপস দিয়েছেন ডক্টর জুস্যা ভাটিয়া সারিন। আসুন, জেনেন নিই কী কী পরামর্শ দিয়েছেন এই ত্বক বিশেষজ্ঞ।
advertisement
4/7
সুইমিং পুলে সাঁতার কাটার আগে অনাবৃত ত্বকে ভাল করে ওয়াটার বেসড সানস্ক্রিন মাখুন। যদি অনেক ক্ষণ সাঁতার কাটেন, তাহলে প্রতি ৪০ মিনিট অন্তর সানস্ক্রিন আবার মাখুন।
advertisement
5/7
সম্ভব হলে আউটডোর পুলে সাঁতার কাটুন খুব সকালে এবং বিকেলে সূর্যাস্তের পরে। সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত আউটডোর সুইমিং পুলে না যাওয়াই ভাল।
advertisement
6/7
সাঁতারের পর ফ্রেশ জলে ভাল করে স্নান করুন। চুল ও ত্বক শুকনো করে মুছে নিন। এর পর ফের সানস্ক্রিন বা ময়শ্চারাইজার মাখুন।
advertisement
7/7
কাঁচা দুধ, বেসন ও হলুদের মিশ্রণ তৈরি করুন। ট্যানড ত্বকে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। তার পর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Removing Tan: সুইমিং পুলে সাঁতার কেটে হাত পা ট্যানড? ঘরোয়া টোটকায় সহজেই তুলে ফেলুন ত্বকের কালো ছোপ, জানুন বিশেষজ্ঞের টিপস