Taki Weekend Trip: ইছামতীর কোলে মনের মানুষের সঙ্গে নিভৃত হওয়ার ঠিকানা টাকি, স্বল্প খরচে ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Taki Weekend Trip:ইতিমধ্যে গ্রীষ্ম তার দাপট দেখাতে শুরু করেছে। সকালের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে কর্মব্যস্ত জীবনে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন মহানগর কলকাতার কাছে ইছামতির তীরে ছোট্ট শহর টাকি।
advertisement
1/6

ইতিমধ্যে গ্রীষ্ম তার দাপট দেখাতে শুরু করেছে। সকালের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে কর্মব্যস্ত জীবনে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন মহানগর কলকাতার কাছে ইছামতির তীরে ছোট্ট শহর টাকি।
advertisement
2/6
টাকিতে গেলে প্রথমে দেখতে পাওয়া যাবে ইছামতির তীরে ওপারে বাংলাদেশের দৃশ্যপট। নদীর এপারে টাকি শহর এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা ও কালিগঞ্জ। আর মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত রেখা ইছামতি নদী।
advertisement
3/6
টাকি থেকে সুন্দরবনের আড়াই ঘন্টার পথের দূরত্ব। তবে টাকিতে দেখা মিলবে সুন্দরবনের উপলব্ধি। টাকির মিনি সুন্দরবনে সুন্দরবন এলাকার স্বাভাবিক উদ্ভিদের জঙ্গল দেখা পাবেন। যেখানে গোলপাতার পাশাপাশি গরান, গেঁওয়া, হেতাল গোলপাতা, সুন্দরী গাছের দেখা মিলবে।
advertisement
4/6
টাকি শহরের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নাম। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বেশ কিছু জমিদারবাড়ি, প্রাচীন দূর্গা মন্দির, সুপ্রাচীন নলকূপ ইত্যাদি।
advertisement
5/6
টাকির ইছামতি নদীর তীরে আছে রায়চৌধুরীর জমিদারবাড়ি পুরনো সেনা জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ। আজও অনেকেই টাকিতে গেলে এখানে যেতে ভোলেন না।
advertisement
6/6
টাকিতে ইছামতীর তীরে মালদ্বীপের অনুকরণে জলের উপর কটেজ নির্মিত হয়েছে। অনেকেই সময় ও অর্থাভাবে মালদ্বীপে যেতে পারে না, কিন্তু এখানে এসে মালদ্বীপের কিছুটা স্বাদ অনুভব করতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Taki Weekend Trip: ইছামতীর কোলে মনের মানুষের সঙ্গে নিভৃত হওয়ার ঠিকানা টাকি, স্বল্প খরচে ঘুরে আসুন ছোট্ট ছুটিতে