তুলতুলে ত্বক, চকচকে গাল! ঘুমের আগে একটু যত্নে মুখে আসবে পূর্ণিমার আভা!
Last Updated:
অভ্যাস শুরু হোক এবারের কোজাগরীর শুভ লগ্নেই, আকাশের চাঁদ অস্ত গেলেও মুখে পূর্ণিমার আভা থাকবে বছরভর।
advertisement
1/8

উজ্জ্বল, নরম ত্বক সবাই চান। কিন্তু কারও কারও ত্বক খুব শুষ্ক এবং নিস্তেজ দেখায়। এ থেকে মুক্তি পেতে ত্বকচর্চা করেন অনেকেই। সকালে ময়েশ্চারাইজার লাগান। তবে রাতে আর ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এমনটা করলে চলবে না। সকালের মতো রাতেও ত্বকের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে শুষ্ক এবং প্রাণহীন ত্বকের জন্য। এই অভ্যাস শুরু হোক এবারের কোজাগরীর শুভ লগ্নেই, আকাশের চাঁদ অস্ত গেলেও মুখে পূর্ণিমার আভা থাকবে বছরভর।
advertisement
2/8
শোয়ার আগে মেকআপ তুলতে হবে: মুখ থেকে সকালের মেকআপ তোলাই রাতের ত্বকের যত্নের রুটিনের প্রথম ধাপ। এর জন্য মাইকেলার ওয়াটার, মাইল্ড মেকআপ রিমুভার এবং গোলাপ জল ব্যবহার করা যায়। মেকআপ না তুললে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
3/8
মেকআপ তোলার পর মুখ পরিষ্কার: মেকআপ মুছে ফেলার পর মুখ পরিষ্কার করা প্রয়োজন। এর জন্য যে কোনও হালকা ক্লিনজার ব্যবহার করা যায়। এটা দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকে জমে থাকা ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়।
advertisement
4/8
মুখ পরিস্কারের পর টোনার: মুখ পরিষ্কারের পর টোনার লাগাতে হবে। এটা ত্বককে মসৃণ করার পাশাপাশি পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। যাঁদের ত্বক শুষ্ক তাঁদের অবশ্যই হাইড্রেটিং টোনার ব্যবহার করা উচিত। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
advertisement
5/8
শুষ্ক ত্বকের জন্য সিরাম: মুখে সিরাম লাগালে ত্বকের অনেক সমস্যা দূর হয়। ত্বকের সমস্যা অনুযায়ী সিরাম বেছে নেওয়াই ভাল। সেটা অ্যান্টিঅ্যাকনে, অ্যান্টিএজিং বা তেল নিয়ন্ত্রক সিরাম হতে পারে। শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে রাতে হাইড্রেটিং সিরাম লাগানো যায়।
advertisement
6/8
শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার অপরিহার্য: সব ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজিং প্রয়োজন কিন্তু যাঁদের শুষ্ক ত্বক তাঁদের জন্য ময়েশ্চারাইজিং বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ তেল ব্যবহার করা যায়। এটি ত্বক মেরামত করবে, ক্ষতি এড়াবে। এছাড়াও চাইলে হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত নাইট ক্রিমও লাগানো যায়। এটি ত্বককে ভাল ভাবে ময়েশ্চারাইজ করে।
advertisement
7/8
বলিরেখার জন্য আই ক্রিম: অনেকেই মনে করেন শুধু মুখ ময়েশ্চারাইজ করাই যথেষ্ট। তবে চোখের চারপাশের জায়গাটি ময়েশ্চারাইজ করাও প্রয়োজন। চোখের চারপাশের ত্বক খুব পাতলা হওয়ায় এই স্থানে দ্রুত বলিরেখা পড়ে। তাই এর জন্য আই ক্রিমও লাগাতে হবে।
advertisement
8/8
ঠোঁটকেও ময়েশ্চারাইজ করতে হবে: ঠোঁটও মুখের একটি অংশ, তাই রাতে তাদের যত্ন নেওয়াও প্রয়োজন। এ জন্য লিপবাম লাগানোই সবচেয়ে ভাল। প্রথমে ঠোঁট ধুয়ে নিতে হবে। পরিষ্কার ঠোঁটে লাগাতে হবে লিপবাম। এতে সারা রাত ঠোঁট ময়েশ্চারাইজড থাকবে।