TRENDING:

Durga Puja Interior-Soha's House: পুজোয় ঘর হোক রাজকীয়! সোহা আলির ঘরের মতো সজ্জা চান? রইল নায়িকার বিলাসবহুল ফ্ল্যাটের ঝলক

Last Updated:
Durga Puja Interior-Soha's House: সোহা-কুণালের আস্তানা কেবল বাড়ি নয়, বাড়ি থেকে ঘরের রূপ নিয়েছে। যেখানে আশ্রয়, নিরাপত্তার আমেজ পাওয়া যায় প্রতিটি কোণায়।
advertisement
1/10
পুজোয় ঘর হোক রাজকীয়! সোহা আলির ঘরের মতো সজ্জা চান? রইল বিলাসবহুল ফ্ল্যাটের ঝলক
এবার পুজোয় নতুন ভাবে ঘর সাজানোর সাধ? পুরনো ঘরকে যদি নতুন রূপ দিতে চান, তবে বলিউড তারকা সোহা আলি খানের দ্বারা উদ্বুদ্ধ হতে পারে। সইফ আলি খানের বোন কীভাবে নিজের ঠিকানাকে যত্নে গড়ে তুলেছেন দেখুন।
advertisement
2/10
পতৌদি-কন্যা বলে কথা। নবাবি তো তাঁর রক্তে। তাই পতৌদি প্যালেস থেকে বেরিয়ে নিজের আস্তানা তৈরি করতে গিয়েও রাজকীয় ছোঁয়া হারাননি বলিউড অভিনেত্রী সোহা।
advertisement
3/10
মুম্বইয়ের খার এলাকায় স্বামী, অভিনেতা কুণাল খেমু, কন্যা ইনায়ার সঙ্গে সংসার পেতেছেন সোহা। ফ্ল্যাটের দাম নাকি আকাশছোঁয়া। একাধিক রিপোর্টে দাবি, টাকার অঙ্ক ছুঁয়েছে ৯ কোটিতে।
advertisement
4/10
অনেকটা জায়গা জুড়ে সংসার সাজিয়েছেন সোহা। তাতে কী নেই! মেয়ের খেলার ঘর থেকে শুরু রিডিং রুম, অপূর্ব বারান্দা, ছাদ, আড্ডা দেওয়ার ঘর, সবই রয়েছে সেখানে।
advertisement
5/10
সোহা তাঁর ইন্টিরিয়র করার সময় দুই ধরনের সজ্জার কথা মাথায় রেখেছিলেন। একইসঙ্গে রাজকীয়, ঐতিহ্যবাহী এবং আধুনিকতার ছোঁয়া রয়েছে তাঁর বাড়িতে।
advertisement
6/10
খুব বেশি রঙে ভরিয়ে তোলেননি সোহা। নিউট্রাল রঙের আধিক্যই বেশি। ফলে চোখ ধাঁধিয়ে যায় না। রঙের সঙ্গে তাল মিলিয়ে আসবাব কিনেছেন শর্মিলা ঠাকুরের কন্যা।
advertisement
7/10
দেওয়ালে ডিজাইনার টাইলস ব্যবহার করে পাথুরে ভাব দেওয়া হয়েছে ঘরকে। বাড়ির সর্বত্র নয়, কোনও কোনও ঘরে এইভাবে দেওয়াল তৈরি হয়েছে। যেমন টেলিভিশন দেখার জন্য লিভিং রুমের ধাঁচ সেরকমই।
advertisement
8/10
শরীরচর্চা করার জন্য প্রয়োজনীয় ফাঁকা জায়গা থেকে শুরু করে করিডোরের বইয়ের ঘিঞ্জি, যেখানে ভিড়ের প্রয়োজন, সেখানে ভিড়, যেখানে নিশ্বাস নেওয়ার প্রয়োজন, সেখানে বিস্তীর্ণ এলাকা।
advertisement
9/10
বিয়ের পর নতুন সংসার, ইনায়াকে গর্ভ ধারণ করা, মা হওয়া এবং পরবর্তী কালে পরিবারের বাহক, সোহার জীবনের সমস্ত পাওয়া-না পাওয়ার সাক্ষী হয়ে রয়েছে তাঁর এই ঠিকানা।
advertisement
10/10
সোহা-কুণালের আস্তানা কেবল বাড়ি নয়, বাড়ি থেকে ঘরের রূপ নিয়েছে। যেখানে আশ্রয়, নিরাপত্তার আমেজ পাওয়া যায় প্রতিটি কোণায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Interior-Soha's House: পুজোয় ঘর হোক রাজকীয়! সোহা আলির ঘরের মতো সজ্জা চান? রইল নায়িকার বিলাসবহুল ফ্ল্যাটের ঝলক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল