Swelling Feet: হঠাৎ পা ফুলে যাচ্ছে ? লক্ষণ ভাল নয়, কী কী হতে পারে?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Purba Bardhaman News: পায়ে জল জমে গেলে এবং পা ফুলে গেলে প্রথমেই যে ভয়টা লাগে সেটা হল কিডনিতে কোনও সমস্যা হয়েছে কিনা।
advertisement
1/7

বিভিন্ন সময় হঠাৎই অনেকের পা ফুলে যায় অথবা পায়ে জল জমে যায় । তবে জানান কি ? পা ফুলে যায় ও পায়ে জল কেন জমে। ড: মিলটন বিশ্বাস বলছেন, ১) পায়ে জল জমে গেলে এবং পা ফুলে গেলে প্রথমেই যে ভয়টা লাগে সেটা হল কিডনিতে কোনও সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ সি.কে.ডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিস এবং একিউট কিডনি ফেলিওর হলে পা ফুলে যেতে পারে অথবা পায়ে জল জমে যেতে পারে (বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/7
২) হার্ট জনিত সমস্যা যেমন হার্ট ফেলিওর হলেও পায়ে জল জমা হতে পারে।
advertisement
3/7
৩) লিভারজনিত সমস্যা যেমন , লিভার সিরোসিস হলেও পা ফুলে যেতে পারে এবং পায়ে জল জমা হতে পারে।
advertisement
4/7
৪) যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেট এমলোডিপিন খান। এই ওষুধের সাইড এফেক্ট হিসেবেও তাদের পা ফুলে যেতে পারে এবং পায়ে জল জমা হতে পারে ।
advertisement
5/7
৫) এছাড়াও কোনও কারন ছাড়া বিশেষ করে মহিলাদের যাদের পায়ের মাশেলের কোন এক্সারসাইজ হয় না তাদের অ্যানজিওনিউরোটিক এডিমা হতে পারে ।
advertisement
6/7
৬) এছাড়াও দীর্ঘ সময় ধরে যদি বাসে বা ট্রেনে পা ঝুলিয়ে যাতায়াত করা হয় । সেক্ষেত্রেও অনেক সময় পা ফুলে যেতে পারে এবং পায়ে জল জমা হতে পারে।
advertisement
7/7
তাই যদি পা ফুলে যায় এবং পায়ে জল জমা হয় কোনও রকম উল্টোপাল্টা ওষুধ না খেয়ে ফিজিসিয়ান এর সঙ্গে পরামর্শ করা দরকার। এবং তিনি যেরকম পেস্ক্রাইব করবেন সেইরকমই ওষুধ খেতে হবে ।