Benefits of Pumpkin : ডায়েরিয়া নিয়ন্ত্রণে সেরা টোটকা মিষ্টি কুমড়ো! চোখের ছানি আটকাতে অদ্বিতীয় এই সবজি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Pumpkin : শুধুমাত্র রান্নাঘরের স্বাদের কারণেই নয়, মিষ্টি কুমড়ো শরীরের বিভিন্ন রোগের ঔষধি গুণের জন্য বিশেষ উপকারী
advertisement
1/6

মিষ্টি কুমড়ো এক ধরনের সবজি হলেও এর মধ্যে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি বেশ কিছু মারাত্মক রোগের পাশাপাশি ডায়াবেটিস থেকেও দূরে রাখে।
advertisement
2/6
মিষ্টি কুমড়ো যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এ সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকে থাকে, তাদের জন্য মিষ্টি কুমড়ো বেশ উপকারী হতে পারে।
advertisement
3/6
মিষ্টি কুমড়ো ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়োতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার।এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
advertisement
4/6
হার্টের জন্য ভীষণ উপকারী মিষ্টি কুমড়ো।যারা হার্টের সমস্যায় কাবু, তারা এই সবজি খেতেই পারেন। নিয়মিত এই সবজি মানবদেহকে ক্যানসার রোগের ঝুঁকি হ্রাস করে।
advertisement
5/6
চোখের ছানি পড়া রোধসহ চোখের রেটিনা কোষ রক্ষা করে মিষ্টি কুমড়ো। তাই চোখকে সচল ও সুস্থ রাখতে খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ো যোগ করা যেতেই পারে।
advertisement
6/6
ফাইবারজাতীয় হওয়ায় মিষ্টি কুমড়া খুব সহজেই হজম হয়। হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এই সবজি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Pumpkin : ডায়েরিয়া নিয়ন্ত্রণে সেরা টোটকা মিষ্টি কুমড়ো! চোখের ছানি আটকাতে অদ্বিতীয় এই সবজি