নিয়মিত মুসাম্বির রস খেলে জেনে নিন এর চরম ক্ষতিকর দিকগুলিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Sweet Lemon: ডায়েটরি ফাইবার প্রচুর পরিমাণে থাকায় হজমের গণ্ডগোল ঠিক করতে এই বেলু অপরিহার্য৷ অরুচি, গা বমি ভাব, কোষ্ঠকাঠিন্য উপশমে নিয়মিত মুসাম্বি লেবুর রস পান করুন৷
advertisement
1/7

ফলের বাজারে মুসাম্বি বছরভরই পাওয়া যায় এখন৷ বাচ্চার ডায়েট থেকে অসুস্থর পথ্য-মুসাম্বি লেবুর উপস্থিতি সর্বত্র৷ তবে এর বাইরে সুস্থ শরীরে সাধারণ অবস্থাতেও মুসাম্বি খাওয়াই যায়৷ কারণ এই লেবুতে পুষ্টিগুণ প্রচুর৷
advertisement
2/7
বিভিন্ন পলিফেনলিক যৌগের উপস্থিতিতে মুসাম্বি লেবু আমাদের কাছে গুণের আধার৷ মিনারেল, ডায়েটরি ফাইবার প্রচুর পরিমাণে থাকায় হজমের গণ্ডগোল ঠিক করতে এই বেলু অপরিহার্য৷ অরুচি, গা বমি ভাব, কোষ্ঠকাঠিন্য উপশমে নিয়মিত মুসাম্বি লেবুর রস পান করুন৷
advertisement
3/7
ভিটামিন সি ও বায়োফ্ল্যাভোনয়েড থাকার ফলে আর্থ্রাইটিস বা গেঁটে বাতের সমস্যায় আরাম দেয় মুসাম্বির রস৷ যাঁরা ডায়েটিং করেন তাঁরাও বেশি করে পান করুন কম ক্যালরির প্রচুর ফাইবার সমৃদ্ধ মুসাম্বির রস৷ এতে স্থূলতা নিয়ন্ত্রিত হয়৷
advertisement
4/7
ঠোঁট ও জিভে ঘা, রক্তপড়া-সহ মাড়ির যে কোনও অসুখ, স্কার্ভি বা ত্বকের অন্য কোনও সংক্রমণে পান করুন মুসাম্বি লেবুর রস৷ জন্ডিস বা লিভারের কোনও সমস্যাতেও কার্যকরী মুসাম্বির রস৷
advertisement
5/7
অন্তঃসত্ত্বা অবস্থায় মর্নিং সিকনেস হয় অনেকেরই৷ এ ছাড়াও এ সময় গা বমি বমি মনে হয় ৷ শরীর ও মন ক্লান্ত লাগে৷ এ সময় চিকিৎসকের নিষেধ না থাকলে রোজ একটা করে মুসাম্বি লেবুর রস পান করুন৷
advertisement
6/7
ভিটামিন সি আছে প্রচুর৷ তাই ত্বক ও চুল ভাল রাখতে অবশ্যই চুমুক দিন মুসাম্বির রসে৷ এক নিমেষে মন ভাল করতেও মুসাম্বির রস জুড়িহীন৷
advertisement
7/7
উপকারিতার পাশাপাশি মুসাম্বিতে অক্সালিক অ্যাসিড ও পটাশিয়ামের পরিমাণ বেশি৷ তাই হৃদরোগ, কিডনি ও গলব্লাডারে স্টোনের মতো শারীরিক সমস্যায় মুসাম্বির রস বিপজ্জনক৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের শারীরিক সমস্যায় মুসাম্বি এড়িয়ে চলাই শ্রেয়৷