Swami Vivekananda: জীবনে চূড়ান্ত হতাশায় বাঁচার আশা জোগাবে স্বামীজির 'সব' এই বাণী, মানসিক সমস্যা কাটিয়ে দেবে ম্যাজিকের মতো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Swami Vivekananda Top Motivational Quotes on Birth Anniversary: মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে স্বামীজির এই বাণী আপনাকে উজ্জীবিত করবে
advertisement
1/12

স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ১৮৬৩-র ১২ জানুয়ারির কলকাতায় গৌরমোহন মুখার্জি স্ট্রিটে জন্ম গ্রহণ করে৷ ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
advertisement
2/12
সাধারণ মানুষের মনে সাহস, নির্ভীকতা ও সব কাজে জয়ী হওয়ার মনোভাব তৈরি হয় স্বামীজী তাঁর দৃপ্ত বাণীর মাধ্যমে৷ তিনি ছিলেন বাঙালি তথা ভারতবাসীর যুগপুরুষ৷
advertisement
3/12
Swami Vivekananda Top Motivational Quotes জীবনের পথে কখনও হতাশা ঘিরে ধরলে স্বামী বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করতে পারে। মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে বিবেক বাণী আপনাকে উজ্জীবিত করবে
advertisement
4/12
বিবেকানন্দের জীবনী এবং তাঁর সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয় জানুন৷স্বামী বিবেকানন্দেজন্ম তারিখ: ১২ জানুয়ারি, ১৮৬৩জন্মস্থান: কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সিপিতা-মাতা: ভুবনেশ্বরী দেবী (মা) এবং বিশ্বনাথ দত্ত (পিতা)শিক্ষা: কলকাতা মেট্রোপলিটন স্কুল, প্রেসিডেন্সি কলেজ, কলকাতাইনস্টিটিউশন: রামকৃষ্ণ মঠ, রাম কৃষ্ণ মিশন, নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিদর্শন: অদ্বৈত বেদান্তপ্রকাশনা: কর্ম যোগ (১৮৯৬); রাজা যোগ (১৮৯৬); কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বক্তৃতা (১৮৯৭); মাই মাস্টার (১৯০১)মারা যান: ৪ জুলাই, ১৯০২মৃত্যুর স্থান: বেলুড় মঠ, বেলুর, বেঙ্গলমেমোরিয়াল: বেলুর মঠ, বেলুর, পশ্চিমবঙ্গ
advertisement
5/12
স্বামী বিবেকানন্দ একজন বহুমুখী প্রতিভার অধিকারী৷ তাঁর বক্তৃতা মানুষকে চলার পথের দিশা দেখায়৷ কখনও কোনও খারাপ সময়ে স্বামীজীর কথা শুনুন, জীবন পরিপূর্ণতায় ভরে উঠবে৷ আপনি অনুপ্রাণিত হবেন৷
advertisement
6/12
প্রতিদিনের জীবনে হতাশা বা ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে স্বামীজীর বাণী ম্যাজিকের মতো কাজ করনে৷ মানসিক চাপ কাটিয়ে আপনি ঘুরে দাঁড়াবেন৷ যাবতীয় মনের সমস্যার সমাধান হবে৷
advertisement
7/12
রইল তেমনই কয়েকটা স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বিখ্যাত উক্তি, যা আপনার জীবেন অন্ধকার কাটিয়ে নতুন আলো আনতে সাহায্য করবে৷
advertisement
8/12
কিছু চাইবেন না, বিনিময়ে কিছু আশা করবেন না। যা দিতে চাও, দাও৷ তিনি আপনার কাছে ফিরে আসবেন, কিন্তু এখনই তাকে নিয়ে ভাববেন না।স্বামী বিবেকানন্দ
advertisement
9/12
যখন কোনও চিন্তা সম্পূর্ণরূপে মন দখল করে, তখন তা প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় পরিণত হয়।স্বামী বিবেকানন্দ
advertisement
10/12
আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তবে আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না।স্বামী বিবেকানন্দ
advertisement
11/12
জেগে ওঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না।স্বামী বিবেকানন্দ
advertisement
12/12
একবারে একটি কাজ করুন, এবং এটি করার সময় সমস্ত কিছু চিন্তা সরিয়ে রেখে দিয়ে আপনার পুরো আত্মাকে এতে নিমজিত করুন।স্বামী বিবেকানন্দ
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Swami Vivekananda: জীবনে চূড়ান্ত হতাশায় বাঁচার আশা জোগাবে স্বামীজির 'সব' এই বাণী, মানসিক সমস্যা কাটিয়ে দেবে ম্যাজিকের মতো