Super Blue Moon 2023: আগামিকাল রাখিপূর্ণিমার আকাশে বিরল সুপার ব্লু মুন! জানুন কখন দেখা যাবে চন্দ্রকলা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Super Blue Moon 2023: বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। আকাশে দেখা যাবে বিরল সুপার ব্লু মুন
advertisement
1/7

আগামিকাল রাখিপূর্ণিমায় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। আকাশে দেখা যাবে বিরল সুপার ব্লু মুন।
advertisement
2/7
উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় কোনও কোনও চাঁদ কখনও পৃথিবীর কাছে চলে আসে। কখনও আবার দূরে অবস্থান করে।
advertisement
3/7
চাঁদ যখন পৃথিবীর কাছে অবস্থান করে তখন তাকে বলা হয় অনুসূর। আবার একমাত্র উপগ্রহ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন তাকে বলা হয় অপসূর।
advertisement
4/7
অনুসূর অবস্থানে পূর্ণিমা হলে চাঁদকে পৃথিবী থেকে দেখতে অনেক বড় মনে হয়। সেই চাঁদকে বলা হয় সুপারমুন। এক মাসে দু’বার পূর্ণিমা হলে তখন তার বিরলতা বোঝাতে বলা হয় ব্লু মুন। চাঁদের রং কিন্তু নীল হয় না, সাদাই থাকে।
advertisement
5/7
চলতি মাসের দ্বিতীয় পূর্ণিমা পড়েছে বুধবার। এর আগে প্রথম পূর্ণিমা ছিল ১ অগাস্ট।
advertisement
6/7
আগামিকাল, বুধবার আকাশে ভাসবে সেরকমই বিরল ব্লু মুন। ব্লু মুন এবং সুপারমুনের যুগলবন্দি খুবই বিরল। প্রায় ১০ থেকে ২০ বছর পর পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সুপারমুন দেখা যায় প্রতি দুই থেকে আড়াই বছর অন্তর।
advertisement
7/7
বুধবার ভারতীয় সময় রাত ৮ নাগাদ সুপার ব্লু মুনের সেরা রূপের সাক্ষী থাকবে বিশ্ববাসী। পরবর্তী সুপার ব্লু মুন দেখা যাবে ২০৩৭ সালের জানুয়ারি এবং মার্চ মাসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Super Blue Moon 2023: আগামিকাল রাখিপূর্ণিমার আকাশে বিরল সুপার ব্লু মুন! জানুন কখন দেখা যাবে চন্দ্রকলা