Sunset Point For Tourists: পিকচার পোস্টকার্ড সত্যি হয়, বাঁকুড়ায় ঘুরতে এলে কোনওভাবেই মিস করবেন না এই স্পট, রইল সুলুকসন্ধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Sunset Point For Tourists: সূর্যাস্ত দেখার দুর্দান্ত ডেস্টিনেশন বাঁকুড়ায়, শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব। এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় শুশুনিয়া
advertisement
1/6

বাঁকুড়া জেলার বিসিন্দা পাহাড়। আজ থেকে ১৪ বছর আগে একেবারে হার কঙ্কাল বের করা পাথরের শুষ্ক ন্যাড়া ছিল এই পাহাড়টি
advertisement
2/6
আজ সেই পাহাড়টা সবুজে ঘেরা। এখন ভালো লাগে যে বহু মানুষ এই পাহাড়ে ঘুরতে আসেন।
advertisement
3/6
পাহাড়ের উপরে রয়েছে মা নাচনচণ্ডীর মন্দির। যার জন্য পাহাড়ের নাম নাচন চন্ডী পাহাড়
advertisement
4/6
এই পাহাড়ের সূর্যাস্ত দেখলে মন গলে যাবে। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে দূর দূরান্ত থেকে আসে মানুষ।
advertisement
5/6
পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায়।
advertisement
6/6
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির অন্তর্গত বনাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশিন্দা পাহাড়। বাঁকুড়া শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sunset Point For Tourists: পিকচার পোস্টকার্ড সত্যি হয়, বাঁকুড়ায় ঘুরতে এলে কোনওভাবেই মিস করবেন না এই স্পট, রইল সুলুকসন্ধান