Sunscreen Spray Or Lotion: গরমে রোদ থেকে বাঁচতে প্রয়োজন সানস্ক্রিন, তবে লোশন না স্প্রে- কোনটা কাজে দেয় বেশি?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sunscreen Spray Or Lotion: সানস্ক্রিন শুধু সূর্যের আলো থেকে রক্ষা পেতে নয়, মুখে কালো দাগ, বিবর্ণ ভাব দূর করতে এবং স্কিন টোন বজায় রাখতেও ব্যবহার করা উচিত।
advertisement
1/7

সানস্ক্রিন কোনও প্রসাধনী নয়, বরং এটি ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এটি ত্বকের ঢাল হিসাবে কাজ করে এবং সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তবে সানস্ক্রিন গরমকাল ছাড়াও শীতকালেও ব্যবহার করা উচিত। কারণ শীতেও সূর্যের তেজ যথেষ্ট বেশি থাকে। সানস্ক্রিন শুধু সূর্যের আলো থেকে রক্ষা পেতে নয়, মুখে কালো দাগ, বিবর্ণ ভাব দূর করতে এবং স্কিন টোন বজায় রাখতেও ব্যবহার করা উচিত।
advertisement
2/7
যাঁরা সানস্ক্রিন ব্যবহারে অভ্যস্ত বা যাঁরা কোনও দিন সানস্ক্রিন ব্যবহার করেননি, দুই পক্ষেরই একটাই প্রশ্ন থাকে। তাঁরা জানতে চান যে স্প্রে না কি লোশন, সানস্ক্রিন হিসাবে কোনটা বেশি কাজে দেয়?
advertisement
3/7
মূল বিষয়ে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর হিসাবে এইটুকু বলে রাখা ভালো যে লোশন ও স্প্রে দুটোরই কিছু ভালো ও মন্দ দিক আছে। সবার ত্বকের প্রকার এবং সানস্ক্রিন শুষে নেওয়ার ক্ষমতা এক হয় না। তাই কারও ক্ষেত্রে স্প্রে বেশি কাজে দেয়, আবার কারও ক্ষেত্রে লোশন বেশি কাজে দেয়।
advertisement
4/7
এই মুহূর্তে স্প্রে সানস্ক্রিন অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। কারণ এগুলি ব্যবহার করা অনেক বেশি আরামদায়ক এবং সহজ। ব্যাগের মধ্যে নিয়ে এটি ঘোরা যায় এবং পড়ে যাওয়ার চান্স থাকে না। তাছাড়া এটি ঘাড় ও পিঠের মতো জায়গায় সহজে লাগানো যায় যা লোশনের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হয়ে দাঁড়ায়।
advertisement
5/7
বেড়ানোর সময় বা গাড়িতে বসেও এটা ব্যবহার করা যায়। বাচ্চারা রোদে খেলতে গেলে তাদের গায়েও এটা দিয়ে দেওয়া যায়। তবে স্প্রের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। এটা মুখে-নাকে ঢুকে গেলে বিপদ আছে। যাঁরা হাঁপানিতে ভুগছেন বা যাঁদের বাড়িতে ছোট শিশু আছে তাঁদের স্প্রে সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো।
advertisement
6/7
আবার সানস্ক্রিন ক্রিম বা লোশনের সুবিধা হল যে এটি সহজে ত্বক শুষে নেয়। তবে হাত দিয়ে লাগাতে হয় বলে হাত চটচটে হয়ে যায়। সেটা একটা অসুবিধা বটে। এখানে এক ধাপ এগিয়ে থাকে সানস্ক্রিন স্প্রে। কারণ এটা হাতে করে লাগাতে হয় না।
advertisement
7/7
তবে স্প্রে ব্যবহারের ক্ষেত্রে তার পরিমাপ বোঝা যায় না, যেটা লোশনের ক্ষেত্রে বোঝা যায়!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sunscreen Spray Or Lotion: গরমে রোদ থেকে বাঁচতে প্রয়োজন সানস্ক্রিন, তবে লোশন না স্প্রে- কোনটা কাজে দেয় বেশি?