Summer Tips: গরমকে কাবু করবে এই ঘরোয়া উপাদান! ঝটপট ফিরবে ত্বকের জেল্লা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Summer Tips: গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রচণ্ড তাপপ্রবাহে কাহিল হচ্ছে শরীর। রোদের তাপ, অতিরিক্ত ঘাম ও গরমের কারণে ত্বকের অবস্থাও শোচনীয়।
advertisement
1/7

গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রচণ্ড তাপপ্রবাহে কাহিল হচ্ছে শরীর। রোদের তাপ, অতিরিক্ত ঘাম ও গরমের কারণে ত্বকের অবস্থাও শোচনীয়। ত্বককে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, লাল হয়ে যাওয়া থেকে র্যাশ, একাধিক সমস্যা দেখা যায়।
advertisement
2/7
তাই ত্বকে বরফ বা আইস কিউবের ব্যবহার করতে পারেন। বরফ বা আইস কিউব ত্বককে সতেজ রাখবে এবং হারিয়ে যাওয়া গ্লো ফিরিয়ে আনবে। থেকে মুক্ত করতে পারে।
advertisement
3/7
১) ত্বকে আইস কিউব দিয়ে ম্যাসাজ করতে হবে। তাতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয় যা ত্বককে উজ্জ্বল ও ঝকঝকে করে তোলে।
advertisement
4/7
২) ডার্ক সার্কেল দূর করে নিয়মিত মুখে বরফ ব্যবহার করতে পারেন। যদি গোলাপ জল এবং শসার রস দিয়ে তৈরি আইস কিউব ব্যবহার করেন, চোখের নীচে ও চারপাশে ডার্ক সার্কেল অনেক কমবে।
advertisement
5/7
৩) রোজ বরফ বা আইস কিউব দিয়ে মুখে ম্যাসাজ করলে রিঙ্কেলস নিয়ন্ত্রণে থাকে। আর, নিয়মিত যদি বরফ দিয়ে ম্যাসাজ করা যায় তাহলে নতুন করে রিঙ্কেলস তৈরি হয় না!
advertisement
6/7
৪) গরমে রোদের তাপে ত্বকে সানবার্ন হওয়া খুবই স্বাভাবিক। সানবার্ন হওয়া জায়গাগুলিতে আইস কিউব ঘষলে ত্বকের লালচে ভাব কমে যায়। নিয়মিত ব্যবহার করুন, ট্যান থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
7/7
৫) ত্বক এক্সফোলিয়েট করার জন্য বরফ খুবই ভাল। বাড়িতেই দুধ দিয়ে তৈরি আইস কিউব ব্যবহার করতে পারেন। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ডেড স্কিন পরিষ্কার করতে সাহায্য করে। ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়।