TRENDING:

Summer Tips: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

Last Updated:
How to keep water tank cool: রোদে পুড়ে আসার পর ট‍্যাপ খুলতেই বেরোতে শুরু করল হু হু করে গরম জল। গ্রীষ্মের এই অস্বস্তিকর সমস‍্যা থেকে মুক্তির উপায়ও খুবই সহজ। এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই সূর্যের আলোর যতই তেজ হোক, আপনার বাড়ির ট‍্যাপ থেকে পড়বে কনকনে ঠান্ডা জল।
advertisement
1/8
ছাদে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে ঠান্ডা
গরম কাল এলেই ট‍্যাপ খুললে বের হচ্ছে গরম জল। বেশিরভাগ সকলেই এই চেনা সমস‍্যায় পড়েছেন। প্রায় প্রতিটি বাড়িতেই জলের ট‍্যাঙ্ক থাকে ছাদে। ঠা ঠা রোদ লেগে আগুন হয়ে ওঠে জল। স্নান করতে গেলেই শুরু হয় অস্বস্তি। তবে, এই অতি পরিচিত সমস‍্যারও খুব সহজ সমাধান রয়েছে।
advertisement
2/8
প্রবল গরমে একটু জলেই মেলে শান্তি। কিন্তু রোদ পুড়ে আসার পর ট‍্যাপ খুলতেই বেরোতে শুরু করল হু হু করে গরম জল। গ্রীষ্মের এই অস্বস্তিকর সমস‍্যা থেকে মুক্তির উপায়ও খুবই সহজ। এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই সূর্যের আলোর যতই তেজ হোক, আপনার বাড়ির ট‍্যাপ থেকে পড়বে কনকনে ঠান্ডা জল।
advertisement
3/8
ট‍্যাঙ্কে ঢাকা দিয়ে দিন: সূর্যের আলো ট্যাঙ্কের জল গরম করে। তাই সূর্যের আলো যাতে সরাসরি ট‍্যাঙ্কের গায়ে না লাগে সেই ব‍্যবস্থা করুন।
advertisement
4/8
একটি মোটা কাপড় বা ট‍্যাঙ্ক কভার কিনে ঢেকে দিন ট‍্যাঙ্ক। এটি সূর্যালোককে আটকাবে এবং দীর্ঘ সময়ের জন্য জলকে ঠান্ডা রাখবে।
advertisement
5/8
ট্যাঙ্কের বাইরের দিকে চুন বা মাটির একটি স্তর প্রয়োগ করুন। ট‍্যাঙ্কের গায়ের এই আবরন সরাসরি সূর্যালোক আসতে দেয় না। ফলে জলকে ঠান্ডা রাখে।
advertisement
6/8
মাটির কলসি বা বোতল এমনিতেই জল ঠান্ডা রাখে। ট‍্যাঙ্কের গায়ে মাটি লাগানো থাকলে তা আপনা থেকেই জলকে খানিকটা ঠান্ডা রাখবে।
advertisement
7/8
গরমে সাদা রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। কারণ সাদা রং সূর্যের রশ্মি শোষণ করে না। ঠিক একই উপায়ে ঠান্ডা রাখা যেতে পারে জলও।
advertisement
8/8
ট‍্যাঙ্কের গায়ে সাদা রং করে দিন। সাদা রং মাখানো থাকলে সরাসরি সূর্যরশ্মি ট‍্যাঙ্কে প্রবেশ করতে পারবে না। উপরন্তু সাদা রঙের কারণে তাপও অনেকটাই কম হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Tips: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল