Summer Skincare: সারা মুখে ট্যান? ভরসা রাখুন এই ‘ঘরোয়া’ জিনিসে! ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল! রইল গরমের 'সুপারহিট' স্কিন কেয়ার টিপস!
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Summer Skincare: রোদের তাপে বাইরে বেরোলেই দেহের খোলা অংশে ট্যান পড়ছে। ত্বক থেকে পোড়া দাগ সহজে তুলে ফেলতে শুধুই অ্যালোভেরা জেল ব্যবহার করলেই হবে না। মেশাতে হবে আরও কিছু উপাদান।
advertisement
1/8

ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রোদের তাপ। জেল, ক্রিম, পাউডার, সানস্ক্রিন বাদ রাখছেন না কোন কিছুই। তবুও দেহের খোলা অংশে ট্যান পড়ছেই। সানস্ক্রিন মেখে বেরোলেও সঠিক কাজ করছে না।
advertisement
2/8
ট্যানের সেই দাগ তুলতে ঘন ঘন পার্লারে যাবার সময় থাকে না। তাছাড়া খরচের দিকটাও তো ভাবতে হয়। তবে ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে নামী-দামি প্রসাধনী নয়। অ্যালোভেরার জেলই যথেষ্ট।
advertisement
3/8
অভিজ্ঞ চিকিৎসক তুহিন শর্মা জানান, ত্বক থেকে পোড়া দাগ সহজে তুলে ফেলতে শুধুই অ্যালোভেরা জেল ব্যবহার করলেই হবে না। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ কয়েকটি উপাদান।
advertisement
4/8
অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে নেওয়া উচিত। ত্বক পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণ মেখে রাখতে হবে। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে ফেললেই কাজ হবে।
advertisement
5/8
স্পর্শকাতর ত্বক থেকে এই দাগ তুলতে ব্যবহার করতে হবে অন্য জিনিস। অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বেসন এবং ২ চা চামচ টক দই মেশাতে হবে। ১৫ মিনিট মেখে রেখে ধুয়ে ফেলতে হবে।
advertisement
6/8
অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। চাইলে সামান্য একটু বেসন দেওয়া ব্যবহার করুন। এই মিশ্রণ মেখে রেখে রাখুন মিনিট ১৫। শুকিয়ে গেলে ধুয়ে ফেললেই হবে।
advertisement
7/8
অতিরিক্ত শুষ্ক ত্বক থেকে রোদে পোড়া দাগ তোলার রয়েছে অন্য উপায়। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে হবে। মেখে রাখতে হবে ২০ মিনিট। তারপর ধুয়ে ফেললেই হবে।
advertisement
8/8
তৈলাক্ত ত্বক থেকে ট্যান তোলার জন্য অ্যালো ভেরা জেলের সঙ্গে শসার রস, পাকা পেঁপে মিশিয়ে নিন। মুখে, হাতে, গলায় এবং ঘাড়ে মেখে রাখুন আধ ঘণ্টা মতো। এতে ত্বকের পুরনো জেল্লা ফিরে আসবেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Skincare: সারা মুখে ট্যান? ভরসা রাখুন এই ‘ঘরোয়া’ জিনিসে! ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল! রইল গরমের 'সুপারহিট' স্কিন কেয়ার টিপস!