TRENDING:

Summer Problems: ঘামের গন্ধে টেকা দায়? মুক্তির পথ খুঁজছেন? মেনে চলুন এই সহজ ৫ টিপস!

Last Updated:
Summer Problems: এখানে বগলে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করা হল।
advertisement
1/7
ঘামের গন্ধে টেকা দায়? মুক্তির পথ খুঁজছেন? মেনে চলুন এই সহজ ৫ টিপস!
ঘামের দুর্গন্ধে টেকা দায়। আশপাশের লোকজনের তো বটেই, নিজেরও অস্বস্তি হয়। গরমকালে এটাই সবচেয়ে বড় সমস্যা। বোতল বোতল ডিওডোর‍্যান্ট, পারফিউম ঢেলেও কাজ হয় না। বাসে, ট্রেনে, অফিসকাছারিতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তবে ঘাম কিন্তু আসলে গন্ধবিহীন। ত্বকের উপরের স্তরে পৌঁছনোর পর বিভিন্ন ব্যাকটিরিয়ার সঙ্গে মেশার ফলেই ঘামে দুর্গন্ধের সৃষ্টি হয়।
advertisement
2/7
ডিওডোর‍্যান্ট বা পারফিউম হচ্ছে ঘামের গন্ধ তাড়ানোর হাতেগরম উপায়। তবে এগুলো দীর্ঘমেয়াদী সমাধান নয়। বেশিক্ষণ কাজও করে না। এখানে বগলে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করা হল। এগুলো নিয়মিত ব্যবহার করলে ফল মিলবে হাতে নাতে।
advertisement
3/7
রক সল্ট: ঘামের দুর্গন্ধ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে রক সল্ট। স্নানের আগে হালকা গরম জলে কিছুটা রক সল্ট দিতে হবে। পুরোপুরি গুলে গেলে জলটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর চান করতে হবে সেই জলে। রক সল্টে ক্লিনজিং বৈশিষ্ট রয়েছে। তাছাড়া অতিরিক্ত ঘাম শুষে নিতেও এর জুড়ি নেই।
advertisement
4/7
অ্যাপেল সাইডার ভিনিগার: প্রথমে এক কাপ অ্যাপেল সাইডার ভিনিগার আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটা স্প্রে বোতলে ভরে সেটা ব্যবহার করতে হবে ডিওডোর‍্যান্টের মতো। প্রতিদিন রাতে ঘুমনোর আগে বগলে এটা স্প্রে করে দিতে হবে। পরদিন সকালে ধুয়ে নিতে হবে গরম জলে।
advertisement
5/7
আলুর টুকরো: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই আলুর ব্যবহার করেন। কিন্তু ঘামের দুর্গন্ধ দূর করতেও যে এর জুড়ি নেই এটা ক'জন জানেন! আলু পাতলা স্লাইস করে কেটে নিয়ে দুটো বগলে ঘষতে হবে ৩০ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এক সপ্তাহ করলেই ধীরে ধীরে বগলের গন্ধ দূর হয়ে যাবে।
advertisement
6/7
বেকিং সোডা আর লেবুর মিশ্রণ: পেস্টের মতো এর ব্যবহার। প্রথমে দুই টেবিল চামচ বেকিং সোডা নিয়ে তাতে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর সেটা লাগাতে হবে বগলে। মিনিট দশেক হালকাভাবে মাসাজ করে ধুয়ে ফেললেই হবে।
advertisement
7/7
টম্যাটো জুস: দু’টেবিল চামচ টম্যাটোর রসের সঙ্গে দু’টেবিল চামচ পাতি লেবুর রসের একটা মিশ্রণ তৈরি করতে হবে। তারপর সেটা লাগাতে হবে বগলে। দশ মিনিট মতো রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Problems: ঘামের গন্ধে টেকা দায়? মুক্তির পথ খুঁজছেন? মেনে চলুন এই সহজ ৫ টিপস!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল