Summer Make Up: গ্রীষ্মে অল্প মেকআপে কীভাবে ঝলমলে সুন্দরী হয়ে উঠবেন? রইল টিপস!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Summer Make Up: খুব বেশি মেকআপ করা যায় না এই সময়টায়, আবার একেবারে কিছু না করলেও মুখ ম্যাড়মেড়ে দেখায়।
advertisement
1/8

প্রত্যেক মরসুমের নিজস্ব সৌন্দর্য আছে। সেই অনুযায়ী সাজিয়ে তুলতে হয় নিজেকে। তাহলেই প্রাণবন্ত এবং ঝলমলে লাগে। গ্রীষ্মও তার ব্যতিক্রম নয়। ভিতরে এবং বাইরে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে হাজির হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ।
advertisement
2/8
গরমের এই দিনগুলোয় ঘাম আর ক্লান্তি কাটিয়ে ঝলমলে থাকাটাই হল আসল চ্যালেঞ্জ। খুব বেশি মেকআপ করা যায় না এই সময়টায়, আবার একেবারে কিছু না করলেও মুখ ম্যাড়মেড়ে দেখায়। তাই কতটা মেকআপ করতে হবে আর কীভাবে মেকআপ করতে হবে, সেটা শিখে নেওয়া দরকার। এই দুই মাসে নিজেকে মোহময়ী করে তুলতে কয়েকটি মেকআপ ট্রেন্ড নিয়ে এখানে আলোচনা করা হল।
advertisement
3/8
ফাউন্ডেশন হোক হালকা: ফুল কভারেজ ফাউন্ডেশনের দিন গিয়েছে। এই গরমে তাই হালকা টেক্সচারযুক্ত ফাউন্ডেশন বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেছে নিতে হবে হালকা থেকে মাঝারি কভারেজ-সহ লিকুইড ফাউন্ডেশন। এতে ত্বকও স্বস্তির নিঃশ্বাস ফেলবে।
advertisement
4/8
অক্স ফ্রেকলেস: এটা আসলে তারুণ্য এবং নিরুদ্বিগ্ন কিশোরীর প্রতীক। তাই বোধহয় সেলিব্রেটি থেকে পাশের বাড়ির মেয়ের মধ্যে এটা সমান জনপ্রিয়। হেনা, ফ্রেকল পেন, হালকা শেড আইলাইনার বা ব্রো পেনসিল ব্যবহার করে খুব সহজেই এই লুক পাওয়া যায়।
advertisement
5/8
টিন্টেড ব্লাশ: চটপট তৈরি করে দিতে এর জুড়ি নেই। মুখের অতিরিক্ত আর্দ্রতা শুষে নিয়ে একটা গ্লাস ফিনিশ দেয় টিন্টেড ব্লাশ। হাইলাইটারগুলো প্রতিস্থাপন করে গাঢ়, গোলাপি এবং পিচ রঙের ব্লাশ গ্রীষ্মের ত্বককে তারুণ্যের কমনীয়তা দেয়।
advertisement
6/8
কালার আই লাইনার: প্রত্যেক গ্রীষ্মে এই ট্রেন্ড ঘুরে-ফিরে আসে। পোশাকের সঙ্গে মানানসই আইলাইনার ব্যক্তিত্বে রঙের বিস্ফোরণ ঘটায়। দেখতে আকর্ষণীয় তো লাগেই গ্রীষ্মের অনুভূতির সঙ্গে এটা মিশে যায়। মেকআপকে প্রাণবন্ত স্পর্শ দিতে লাল, সবুজ, নীল বা টিল রঙ বেছে নেওয়া যায়।
advertisement
7/8
জেল আই ব্রো: ভুরুকে মুখের সৌন্দর্যের মধ্যমণি করতে চাইলে এই ট্রেন্ড অনুসরণ করতে হবে। সেলিব্রেটি থেকে মডেলদের মধ্যেও এটা তুমুল জনপ্রিয়। জেল ভুরু মুখে অতিরিক্ত উজ্জ্বলতা যোগ করে। এর জন্য দুই ভুরুতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ভ্রু ব্রাশ দিয়ে হালকা করে আঁচড়ে নিতে হবে।
advertisement
8/8
লিপ গ্লস: শীত জুড়ে ম্যাট ঠোঁটের পর গ্রীষ্মে ফিরে এসেছে লিপ গ্লস ট্রেন্ড। তবে আরও পরিশীলিত চেহারার জন্য টিন্টেড লিপ বাম বা টিন্টেড লিপ গ্লসের বিস্তৃত পরিসর থেকে একটা বেছে নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Make Up: গ্রীষ্মে অল্প মেকআপে কীভাবে ঝলমলে সুন্দরী হয়ে উঠবেন? রইল টিপস!