Pineapple Raita: গরমের কুল রেসিপি! পেট ঠান্ডা রাখতে খান পাইনঅ্যাপল রায়তা, খুবই সহজ রেপিসি জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
advertisement
1/6

এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
advertisement
2/6

আনারসের মত রসালো ফল খেতে খুবই সুস্বাদু। এতে প্রচুর ভিটামিন আছে।আনারসের রায়তা বানাতে দই ব্যবহার করা হয়।
advertisement
3/6
এই রায়তা বানাতে লাগবে দই ১ কাপ।ছোট কিউব করে কাটা আনারস আধা কাপ।ডালিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
advertisement
4/6
চিনি, লবণ, কাটা ধনে পাতা। প্রথমে একটি পাত্রে দই ফেটে নিতে হবে। দইয়ে মশলার গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে নিতে হবে।
advertisement
5/6
এরপর তাতে কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। এরপর তাতে কিছু ডালিমের দানা দিলেই তৈরি হয়ে যাবে রায়তা।
advertisement
6/6
রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হবে। তাহলে আর দেরি কিসের বাড়িতেই বানিয়ে ফেলুন এই রায়তা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pineapple Raita: গরমের কুল রেসিপি! পেট ঠান্ডা রাখতে খান পাইনঅ্যাপল রায়তা, খুবই সহজ রেপিসি জানুন