TRENDING:

Pineapple Raita: গরমের কুল রেসিপি! পেট ঠান্ডা রাখতে খান পাইনঅ্যাপল রায়তা, খুবই সহজ রেপিসি জানুন

Last Updated:
এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়। 
advertisement
1/6
গরমের 'কুল' রেসিপি! পেট ঠান্ডা রাখতে খান পাইনঅ্যাপল রায়তা, খুবই সহজ রেপিসি জানুন
এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
advertisement
2/6
আনারসের মত রসালো ফল খেতে খুবই সুস্বাদু। এতে প্রচুর ভিটামিন আছে।আনারসের রায়তা বানাতে দই ব্যবহার করা হয়।
advertisement
3/6
এই রায়তা বানাতে লাগবে দই ১ কাপ।ছোট কিউব করে কাটা আনারস আধা কাপ।ডালিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
advertisement
4/6
চিনি, লবণ, কাটা ধনে পাতা। প্রথমে একটি পাত্রে দই ফেটে নিতে হবে। দইয়ে মশলার গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে নিতে হবে।
advertisement
5/6
এরপর তাতে কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। এরপর তাতে কিছু ডালিমের দানা দিলেই তৈরি হয়ে যাবে রায়তা।
advertisement
6/6
রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হবে। তাহলে আর দেরি কিসের বাড়িতেই বানিয়ে ফেলুন এই রায়তা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pineapple Raita: গরমের কুল রেসিপি! পেট ঠান্ডা রাখতে খান পাইনঅ্যাপল রায়তা, খুবই সহজ রেপিসি জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল