Summer Fashion Trend: বদলাচ্ছে ঋতু, তাল মিলিয়ে বদলাবে ফ্যাশনও! এবারের গ্রীষ্মে সঙ্গে থাক এই ট্রেন্ডি নেল আর্ট!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Summer Fashion Trend: এই গ্রীষ্মের মরসুমে কীভাবে ট্রেন্ড অনুযায়ী নেল আর্ট করা যায়, তা জেনে নেওয়া যাক।
advertisement
1/6

নেল আর্ট হল বিভিন্নভাবে নখ সাজানো। এককথায় পেশাদারভাবে নখের যত্ন নেওয়ার পাশাপাশি হরেক স্টাইলে সাজানো। ইদানীং নেল আর্ট করানোটা স্টাইল সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সুন্দর করে ম্যানিকিওর করে রকমারি স্টাইলে নখে ডিজাইন করলে সামগ্রিভাবে সৌন্দর্য আরও বেড়ে যায়। তাই রকমারি নেল আর্ট কে না ভালোবাসে! তবে মরসুম অনুযায়ী কিন্তু নেল আর্টের ট্রেন্ড বদলাতে থাকে। আর আজকাল ইন্টারনেটের যুগে আইডিয়া নিয়ে সহজেই সময়োপযোগী ট্রেন্ডে নেল আর্ট করে নেওয়া যায়। পাশাপাশি, সেলিব্রেটিদের থেকেও অনেক নখের নকশার ধারণা পাওয়া যায়। এই গ্রীষ্মের মরসুমে কীভাবে ট্রেন্ড অনুযায়ী নেল আর্ট করা যায়, তা জেনে নেওয়া যাক।
advertisement
2/6
গ্রীষ্মের অনুভূতির জন্য কুল মিন্টি শেড যেহেতু আমরা বসন্ত থেকে গ্রীষ্মের দিকে এগোচ্ছি তাই এই মরসুমে সবুজ, নীল এবং মালবেরির কুল মিন্টি শেড এই মরসুমের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে। সেক্ষেত্রে একঘেয়েমি কাটাতে কনট্রাস্টিং রঙে শুধু একটি নখে সুন্দর ফলের আকার বেছে নেওয়া যায়।
advertisement
3/6
ক্লাসিক ফ্রেঞ্চ ম্যানিকিওরে প্যাস্টেল টিপ এটি বেশ পরিচিত নেল আর্ট। আজকাল ফ্রেঞ্চ ম্যানিকিওর বেশ আপডেট হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ম্যানিকিওর করা নখে ক্লাসিক সাদা টিপ দেওয়া যায়। এতে কিছুটা অন্য ধরনের ডিজাইন আনতে প্রতিটি নখের উপরে ভিন্ন ধরনের নকশা করা যায়।
advertisement
4/6
ইন্ডি নেল এই স্টাইলের নেল আর্টে প্রতিটি নখ ভিন্নভাবে নকশা করা হয়। সেটি হতে পারে অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইন কিংবা চেকারড কিংবা ফ্রেঞ্চ ম্যানিকিওর। কিন্তু সবক'টি একেবারে অন্য ধরনের ডিজাইন হয়। বাদামি এবং মেরুন থেকে ন্যুড শেড- যে কোনও রঙেই এই আর্টের নকশা করা হয়।
advertisement
5/6
অ্যাবস্ট্র্যাক্ট অরগানিক শেপ ডালমেশিয়ান কুকুরের ডট, মিষ্টি দেখতে হার্ট কিংবা একটি মার্বেলের আকার - এই ধরনের অ্যাবস্ট্র্যাক্ট ধরনগুলি এই মরসুমে বেশ প্রচলিত। এগুলোয় স্নিগ্ধতা আনতে একরঙা শেডে ব্যবহার করে দেখা যায়।
advertisement
6/6
গোলাপির শেড সবসময়েই ট্রেন্ডে গোলাপি রঙের নখ সবসময়েই বেশ ট্রেন্ডে থাকে। এই গ্রীষ্মে, বাবল-গাম পিঙ্ক, হট পিঙ্ক থেকে শুরু করে এমনকা ক্যান্ডি পিঙ্ক পর্যন্ত সবরকম গোলাপি শেড ব্যবহার করে দেখতে পারি আমরা। এই স্নিগ্ধ ও ফেমিনিন শেডটির আবেদন এতই বহুমুখী যে এটির উপর যে কোনও নেল আর্ট করলেই তা বেশ নজরকাড়া হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Fashion Trend: বদলাচ্ছে ঋতু, তাল মিলিয়ে বদলাবে ফ্যাশনও! এবারের গ্রীষ্মে সঙ্গে থাক এই ট্রেন্ডি নেল আর্ট!