Summer Cooling Tips: ঠান্ডা ঠান্ডা কুল কুল 'ক্যাপ', সারাদিন বাইরে থাকলেও জমবে না একফোঁটা ঘাম! এক টুপিতেই জব্দ হবে গমগমে গরম
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Summer Cooling Tips: গরমের দোসর এই টুপি, বহু বছর ধরে এই বাইক মেকানিক ব্যবহার করেন এই টুপি, পুরো বডি থাকে একদম ঠান্ডা, এ কেমন টুপি জানেন?
advertisement
1/5

এই গরমে সকলেই একটু শান্তি খোঁজে। গরমে হুটহাট করে মাথা গরম হয়ে যায়, সে গরমেই হোক কিংবা রাগের চোটে, তবে মাথার উপর যদি থাকে ফ্যান! তবে তো আর কথাই নেই। সে রোদে মাঠে বেরোনো হোক কিংবা কাজে। এক ব্যক্তি মাথায় এই টুপি পরে দিব্যি চলছেন, আর তাতে ঘুরছে পাখা।
advertisement
2/5
প্রসঙ্গত গরমের সময় মানুষ একটু শান্তির খোঁজ করেন। গরমে ঘর থেকে বেরোলে সবাই গামছা, কাপড়, স্কার্ফ কিংবা টুপি দিয়ে মাথা এবং মুখ ঢাকিয়ে রাখে। তবে ভাবুন তো এমন একটা টুপি পরেছেন যেখানে মাথার উপর ঘুরছে পাখা।
advertisement
3/5
মাথায় ঘাম জমা তো দুর বরং ঠান্ডা থাকছে সারাক্ষণ। এমন এক অদ্ভুত টুপি পরেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা দুলাল দাস। দুলাল বাবু পেশায় বাইক মেকানিক। কয়েক বছর আগে একটি টুপি পেয়েছিলেন তিনি। তাতে লাগানো ছিল দুটি ছোট সোলার প্যানেলএবং একটা পাখা।
advertisement
4/5
তবে যখনই খারাপ হত তখন তিনি নিজেই সারিয়ে ফেলতেন এবং বছরের পর বছর গরমের সময় তিনি ব্যবহার করেন এই পাখা লাগানো টুপি। এই টুপির দুদিকে রয়েছে দুটি ছোট ছোট সোলার এবং মাঝখানে বসানো রয়েছে একটি পাখা। সূর্যের আলো পড়লেই এই পাখা বনবন করে ঘুরতে থাকে। যার ফলে মাথা থাকে একদম ঠান্ডা।খরচের বিষয়ে না বলতে পারলেও ন্যূনতম দামে তৈরি করা হয়েছে এই পাখা। সে ক্ষেত্রে লাগে দুটো সোলার প্যানেল, এবং একটি মিনি পাখা।
advertisement
5/5
স্বাভাবিকভাবে সোলার প্যানেলের সঙ্গে পাখার কানেকশন দিলেই সূর্যের আলো পড়লে ঘুরতে থাকবে এই পাখা। অনায়াসে বিভিন্ন সময়ে ব্যবহার করা যেতে পারে এই টুপি। বিশেষত গরমের সময় তার ব্যবহার দ্বিগুণ। স্বাভাবিকভাবে এই অদ্ভুত টুপি ব্যবহারে রীতিমত হতবাক সকলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Cooling Tips: ঠান্ডা ঠান্ডা কুল কুল 'ক্যাপ', সারাদিন বাইরে থাকলেও জমবে না একফোঁটা ঘাম! এক টুপিতেই জব্দ হবে গমগমে গরম