TRENDING:

Summar Vacation Trip: গরমের ছুটিতে মাত্র ১০,০০০ টাকায় ঘুরে আসুন ভারতের 'এই' ৫ জায়গায়, রইল বেড়ানোর খুঁটিনাটি

Last Updated:
Summar Vacation Trip: প্রথম থেকে সঠিকভাবে পরিকল্পনা করলে আপনি কম বাজেটেই ভারত ভ্রমণ করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে সঠিক পর্যটক কেন্দ্র বাছতে হবে। অনেক সময় জায়গা অনুযায়ী, হোটেল, ট্রান্সপোর্টের খরচ বাড়ে। পকেটে যদি ১০ হাজার টাকা থাকে, তাতেই ভারতের এই ৫টি জায়গা আপনি অনায়াসে ঘুরে নিতে পারবেন।
advertisement
1/6
গরমের ছুটিতে মাত্র ১০,০০০ টাকায় ঘুরে আসুন ভারতের 'এই' ৫ জায়গায়, রইল বেড়ানোর খুঁটিনাটি
*মূল্যবৃদ্ধির বাজারে কম খরচে বেড়াতে যাওয়া সহজ বিষয় নয়। সস্তার হোটেলে রাত্রিযাপন করে, গণপরিবহণ ব্যবহার করার পরও বাজেট ছাড়িয়ে যায় এক-একটা ট্রিপ। কিন্তু প্রথম থেকে সঠিকভাবে পরিকল্পনা করলে আপনি কম বাজেটেই ভারত ভ্রমণ করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে সঠিক পর্যটক কেন্দ্র বাছতে হবে। অনেক সময় জায়গা অনুযায়ী, হোটেল, ট্রান্সপোর্টের খরচ বাড়ে। পকেটে যদি ১০ হাজার টাকা থাকে, তাতেই ভারতের এই ৫টি জায়গা আপনি অনায়াসে ঘুরে নিতে পারবেন।
advertisement
2/6
*কাসোল, হিমাচল প্রদেশ: ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশনের ট্রেন্ড শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশের কাসোল ভারতীয় পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। কাসোল হিপ্পি ক্যালচারের জন্য প্রথম থেকেই পরিচিত। এখানে রাত কাটানোর জন্য জস্টেলের সুবিধা রয়েছে। আপনি ৫০০-৬০০ টাকার মধ্যেই থাকতে পারবেন। থাকা-খাওয়া নিয়ে প্রতিদিন এখানে ১২০০ টাকার বেশি খরচ হবে না। আর কাসোল থেকে আপনি পার্বতী উপত্যকার বিভিন্ন গ্রাম যেমন মণিকরণ, ক্ষীরগঙ্গা, মালানার মতো জায়গা ঘুরে নিতে পারবেন। এমনকী এখান থেকে কুলু, মানালিও যাওয়া যায়।
advertisement
3/6
*ভারকালা, কেরল: কেরলের নাম শুনলেই বেশিরভাগ মানুষ মনে করেন অনেক খরচ। মুন্নার, পেরিয়ারে রাত কাটাতে গেলে গাঁটের কড়ি খসাতে হয়। কিন্তু আপনি যদি পাহাড় ও সমুদ্র একসঙ্গে চান, তাহলে কম বাজেটে ফিট কেরলের ভারকালা। একদিকে স্বচ্ছ নীল জল আর অন্যদিকে পাহাড়। সমুদ্রের পারে সারি সারি ক্যাফে। সেখানে খুব কম খরচেই খাবার মেলে। আর এখানে হোটেল ভাড়া শুরু ৮০০ টাকা থেকে। ত্রিভান্দ্রাম থেকে যদি ট্রেনে চেপে ভারকালা যান, তাহলে খরচ পড়বে মাত্র ৫০ টাকা। সুতরাং, ১০ হাজারের মধ্যেই আপনি প্ল্যান করতে পারেন ভারকালা ঘোরার।
advertisement
4/6
*গ্যাংটক, সিকিম: গরমকালে কম খরচে ঠান্ডার মধ্যে ঘোরার অন্যতম পছন্দের জায়গা হতে পারে গ্যাংটক। পশ্চিমবঙ্গ পেরিয়ে সিকিম পৌঁছে খুব কম খরচে এখানে পাওয়া যাবে থাকার হোমস্টে। এছাড়াও গ্যাংটক পেরিয়ে বিভিন্ন রকম অফবিট জায়গা রয়েছে যেখানে সহজে কম খরচে ঘুরে আসতে পারবেন। এদিকে ঘোরার জন্য মূলত যে খরচ হয় তা হয় গাড়ির। তবে একটু কষ্ট করে শেয়ার গাড়ি করে নিলে খুব সহজেই কম খরচে পুরো ট্রিপ কমপ্লিট হয়ে যাবে আপনার।
advertisement
5/6
*গোয়া: গোয়া যাওয়ার স্বপ্ন কমবেশি সকলের থাকে। কেউ সঙ্গীর অভাবে যেতে পারে না, আবার কেউ বাজেটের জন্য। কিন্তু দক্ষিণ গোয়া ঘুরতে বেশ খরচ হয় না। শুধু আপনাকে কম খরচের হোটেল খুঁজতে হবে। আর খাওয়া-দাওয়ার খরচও বুঝেশুনে করতে হবে। তাহলেই ১০ হাজার টাকার মধ্যে গোয়া ঘুরে নিতে পারবেন। আর যদি বন্ধুদের সঙ্গে গোয়া যান, সেক্ষেত্রে খরচ আরও কমে যেতে পারে। সোলো ট্রিপে সবসময় খরচ একটু বেশি পড়ে। তাই আগে থেকে প্ল্যান করুন এবং কম খরচে ঘুরে আসুন।
advertisement
6/6
*দার্জিলিংঃ বাঙালি ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা দার্জিলিং। পাহাড়ের রানি বলা হয় দার্জিলিংকে, কারণ তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে সেই জায়গায় ইংরেজ আমল থেকে জনপ্রিয়। খুব কম খরচে দার্জিলিং ঘুরতে চাইলে তা যথেষ্টভাবেই সম্ভব। শুধু ট্রেন ধরে এনজিপি স্টেশন। সেখান থেকে শেয়ার গাড়ি করে সোজা চলে যান দার্জিলিং। ১০ হাজার টাকার মধ্যে থাকা-খাওয়া ঘোরা-বেড়ানো সবই সম্ভব হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summar Vacation Trip: গরমের ছুটিতে মাত্র ১০,০০০ টাকায় ঘুরে আসুন ভারতের 'এই' ৫ জায়গায়, রইল বেড়ানোর খুঁটিনাটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল