Sugarcane Benefits: মুখের দুর্গন্ধ দূর হবে পাকাপাকি ভাবে! এই পদ্ধতিতে খেতে হবে আখ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sugarcane Benefits: শীত পড়তেই খান আখ! অবাক হবেন এর গুণ জানলে
advertisement
1/6

আখের রস ভিটামিন ও মিনারেলের ভালো উৎস। ক্যালোরির পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম মেলে এই রস থেকে।
advertisement
2/6
আখ চিবিয়ে খাওয়া দাঁতের জন্য খুবই উপকারী। চিবিয়ে খেলে দাঁত একদিকে যেমন মজবুত হয়, অন্যদিকে ব্যাকটেরিয়া ছড়ায় না। মুখের দুর্গন্ধ দূর হয়।
advertisement
3/6
মুখের ভিতর বেশ কিছু খারাপ ব্যাকটেরিয়া। যা অনবরত দাঁতের ক্ষতি করার চেষ্টায় করে। সেই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে আখের পুষ্টিকর উপকরণ।
advertisement
4/6
আখের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দাঁতকে আরও শক্ত করে।
advertisement
5/6
আখের মাইক্রোনিউট্রিয়েন্ট লিভারের জন্যও উপকারী। জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আরোগ্য লাভের জন্য।
advertisement
6/6
আখের রস আমাদের হাইড্রেটেড রাখে। ফলে ভালো থাকে ত্বক ও চুল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sugarcane Benefits: মুখের দুর্গন্ধ দূর হবে পাকাপাকি ভাবে! এই পদ্ধতিতে খেতে হবে আখ! জানুন