Success Tips: সব কাজে বাধা? সফল হচ্ছেই না? অবসাদ! মেনে চলুন এই নিয়ম উন্নতি কেউ আটকাতে পারবে না
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Steps to be Successful in Life: আপনার সাফল্য আপনাকে আনন্দিত করবে। আপনি পেরেছেন এই আনন্দ আপনাকে উদ্বেলিত করবে। হতাশা কেটে যাবে। নতুন কিছু করতে আর দ্বিধাবোধ করবেন না। ক্যারিয়ারে আত্মবিশ্বাস আসবে।
advertisement
1/6

ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনে অন্যতম সঙ্গী। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনকিছুতে কখনো ব্যর্থ হয় নি। বিশেষ করে ক্যারিয়ারে ব্যর্থতা অন্যতম একটি মূল কারণ। তবে এটা মনে রাখা উচিত যে, আপনি যখন কোন কিছুতে একবার ব্যর্থ হবেন, তখন সেটা আপনার ভবিষ্যতে সাফল্যের ক্ষেত্রে মূল উৎসাহ হয়ে দাঁড়াবে। ব্যর্থতার কষ্ট আপনাকে অসম্ভব জয় করতে উদ্যম জোগাবে।
advertisement
2/6
যখন আপনি ব্যর্থ হবেন, তখন আপনার মন মানসিকতা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে। মানুষ যখন পাহাড়ে চড়তে গিয়ে ব্যর্থ হয়, তখন সে কিন্তু পাহাড় চড়া থামিয়ে দেয় না। সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বার বার চেষ্টা করতে থাকে। ঠিক একই জিনিসটাই ঘটে এখানেও। একবার ব্যর্থ হওয়ায় আপনি আবার চেষ্টা করতে চাইবেন এবং নিজেকে যখন প্রস্তুত করবেন, তখন দেখবেন নিজের মাঝে এমন অনেক কিছুই খুঁজে পাচ্ছেন যেটা আগে আপনি আবিষ্কার করেন নি।
advertisement
3/6
প্রত্যেকটা ব্যর্থতার পেছনেই কোন না কোন দুর্বলতা লুকিয়ে থাকে। পরীক্ষায় তারাই ফেল করে যারা ঐ বিষয়ে দূর্বল হয়। যদি কোন উদ্যোগে প্রথমবার ব্যর্থ হন তাহলেই আপনি বুঝে যাবেন আপনার দুর্বলতাটা কোথায়। তাই এর পরের বার চেষ্টা করতে চাইলে সবার আগে নিজের দুর্বলতা গুলো চিহ্নিত করুন, সেগুলো নিয়ে ভাবুন। তারপর সেই দুর্বলতা গুলো দূর করার চেষ্টা করেন। সাফল্য অর্জন সহজ হয়ে যাবে।
advertisement
4/6
একবার ব্যর্থ হওয়ার পর আপনি জেনে যাবেন কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই পরের বার নতুন উদ্যমে কাজ শুরু করার সময় যদি সেগুলো নিয়ে চিন্তা করেন এবং সেই হিসাবে ক্ষতির হাত থেকে বাঁচতে প্রস্তুতি নেন তাহলে এবার আর সেই ক্ষতিগুলো হবে না।
advertisement
5/6
বিশিষ্ট মনোবিদ বরুন হালদার তিনি জানাচ্ছেন অনেক সময় ব্যর্থতার অন্যতম বড় কারণ হয়ে থাকে অহংকারবোধ। একটা বিষয়ে যখন সাফল্য ধাপে ধাপে আসতে শুরু করে তখন মানুষের মাঝে অহংকার বোধ চলে আসে। আর সেটা তখন মানুষকে সামনের বাধাগুলো সম্পর্কে অন্ধ করে দেয়। যার কারণে মানুষ মুখ থুবড়ে পড়ে। আপনার ক্ষেত্রে যদি এটি হয়ে থাকে তাহলে অহংকারবোধ মুছে ফেলুন।
advertisement
6/6
আপনার সাফল্য আপনাকে আনন্দিত করবে। আপনি পেরেছেন এই আনন্দ আপনাকে উদ্বেলিত করবে। হতাশা কেটে যাবে। নতুন কিছু করতে আর দ্বিধাবোধ করবেন না। ক্যারিয়ারে আত্মবিশ্বাস আসবে।এবং প্রথম ব্যর্থতা আপনার জন্য সাময়িক পীড়াদায়ক হলেও তা আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসবে। তাই ব্যর্থতায় হতাশ না হয়ে শিক্ষা নিন, সফল হোন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Success Tips: সব কাজে বাধা? সফল হচ্ছেই না? অবসাদ! মেনে চলুন এই নিয়ম উন্নতি কেউ আটকাতে পারবে না