TRENDING:

Stomach flu:বর্ষায় পেট খারাপের সমস্যা? চিকিৎসকরা বলছেন, এই ৫টা খাবার পেটের গণ্ডগোল সারাতে অব্যর্থ

Last Updated:
বর্ষা মানেই পেটের গণ্ডগোল শুরু! চিকিৎসকরা বলছেন, এই ৫টা খাবার পেট খারাপ সারাতে ম্যাজিকের মতো কাজ করে
advertisement
1/6
বর্ষায় পেট খারাপ? এই ৫টা খাবার পেটের গণ্ডগোল সারাবে ম্যাজিকের মতো
শুরু হয়েছে বর্ষা আর বর্ষা মানেই শুরুই পেটের গণ্ডগোল! পেটখারাপের পাশাপাশি পেটে ব্যথা, বমি ভাব,গায়ে-হাত-পায়ে ব্যথা! চিকিৎসকরা বলছেন, প্রথমেই অ্যান্টিবায়োটিক খাবেন না! বরং এই ৫টা খাবার খান, পেট খারাপ সেরে যাবে--
advertisement
2/6
দই-ভাত খান, পেট ঠান্ডা রাখে, হজমের গোলমাল মেটানোর জন্য দইয়ের প্রোবায়োটিক গুণ উপকারী।
advertisement
3/6
পেট খারাপ সারাতে ম্যাজিকের মতো কাজ করে ওটস। কলা দিয়ে মেখে ওটস খেলেও দারুণ ফল পাবেন।
advertisement
4/6
কলাকে প্রাকৃতিক অ্যান্টাসিড বলে। কলা যে-কোনওরকমের প্রদাহ কমায়।কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পেটের জরুরি রসের উৎপাদন বাড়িয়ে দেয়। কলা খেলে এনার্জি পাওয়া যায়, ফলে পেট খারাপে সহজে দুর্বল হয়ে পড়বেন না।
advertisement
5/6
গরম জলে আদা কুচিয়ে ফুটিয়ে নিন। স্বাদ অনুযায়ী লেবু আর মধু দিয়ে ছেঁকে নিয়ে খান। পেট খারাপে আরাম পাবেন, চটজলদি সুস্থও হয়ে উঠবেন।
advertisement
6/6
পেট খারাপে খুব বেশি বমি ও মলত্যাগ হলে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়। তাই অতি অবশ্যই সারাদিন ধরে নুন-চিনির জল খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Stomach flu:বর্ষায় পেট খারাপের সমস্যা? চিকিৎসকরা বলছেন, এই ৫টা খাবার পেটের গণ্ডগোল সারাতে অব্যর্থ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল