TRENDING:

Stem Amaranth in Cholesterol Control: কোলেস্টেরল কমাতে অব্যর্থ! অ্যানিমিয়া তাড়াতে ধন্বন্তরি! দামি খাবার ছেড়ে সস্তার শাকেই বাজিমাত

Last Updated:
Stem Amaranth in Cholesterol Control:
advertisement
1/6
দামি খাবার ছেড়ে সস্তার শাকে বাজিমাত! কোলেস্টেরলে অব্যর্থ! অ্যানিমিয়ায় মহৌষধ
‘ডাঁটাশাক’ নামের মধ্যেই লুকিয়ে এর বিশেষত্ব। এই লতানে গাছের কাণ্ড এবং শাক দুই-ই খাওয়া যায়। তাই এর নাম ডাঁটাশাক।
advertisement
2/6
পুষ্টিকর ও সুস্বাদু এই শাকের দুই অংশেই পুষ্টির প্রচুর উপাদান রয়েছে। তাই এই গাছের কোনও অংশই ফেলে দেওয়া যায় না। আমিষ এবং নিরামিষ-দু’রকম ভাবেই খাওয়া যায় ডাঁটাশাক। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
3/6
শাক ও ডাঁটায় ফাইবার এবং জলীয় অংশ ভরপুর। এই উপাদানে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোলন ক্যানসারের আশঙ্কা কমে। বেশি পরিমাণে ক্যালসিয়াম ও লোহা থাকার কারণে অন্তঃসত্ত্বা, প্রসূতি, শিশু এবং বয়স্কদের ডায়েটে রাখুন ডাঁটাশাক। হাড়ের ক্ষয় এবং রক্তাল্পতা রোধ করে।
advertisement
4/6
ডাঁটাশাকের ভিটামিন এ এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ করে। দৃষ্টিশক্তি ও ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। রাতকানা রোগ রোধ করে। এই শাকের ফোলিক অ্যাসিড অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের জন্য খুবই উপকারী।
advertisement
5/6
এই শাকের মোটা রসাল ডাঁটা ও পাতায় মৃদু সুগন্ধ আছে। পাতা খানিকটা খসখসে। এই শাক দুই ধরনের। একটির পাতা সবুজ ও ডাঁটা হালকা সবুজ। অন্যটির পাতাও সবুজ, তবে কাণ্ড বা ডাঁটা লালচে বেগুনি রঙের।
advertisement
6/6
শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরল বাড়িয়ে তোলে ডাঁটাশাকের খাদ্যগুণ। অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ িনয়ে খান ডাঁটা শাক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Stem Amaranth in Cholesterol Control: কোলেস্টেরল কমাতে অব্যর্থ! অ্যানিমিয়া তাড়াতে ধন্বন্তরি! দামি খাবার ছেড়ে সস্তার শাকেই বাজিমাত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল