Benefits of Star Anise: ফুলের মতো দেখতে এই ছোট্ট মশলাতেই সারে হজমের গন্ডগোল আর সর্দিকাশি! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Star Anise: দেখতে তারা, কাজেও তারকা। এই মশলার গুরুত্ব মশলার রাজত্বে অপরিসীম। তারা মৌরি বা স্টার অ্যানিসের গুণাগুণ জেনে নিন
advertisement
1/8

দেখতে তারা, কাজেও তারকা। তারকা মৌরি বা গুয়া মৌরির গুরুত্ব মশলার রাজত্বে অপরিসীম। তারা মৌরি বা স্টার অ্যানিসের গুণাগুণ জেনে নিন।
advertisement
2/8
পুষ্টিবিদ নমামি অগরওয়ালের মতে গ্যাস, অম্বল, পেটফাঁপা-সহ হজম সংক্রান্ত সব সমস্যা নিয়ন্ত্রণ করে এই মশলা।
advertisement
3/8
স্টার অ্যানিসের অ্যান্টি অক্সিড্যান্ট ক্ষতির হাত থেকে রক্ষা করে কোষকে।
advertisement
4/8
ঠান্ডা লাগা, বুকে সর্দি বসার প্রবণতা থাকলে ডায়েটে রাখুন স্টার অ্যানিস।
advertisement
5/8
পিরিয়ডসের সময়কার ক্র্যাম্প-সহ অন্যান্য অস্বস্তি থেকে রেহাই দেয় এই মশলা।
advertisement
6/8
ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণ করে আর্থ্রাইটিস-সহ সব সমস্যা দূর হয় স্টার অ্যানিসের প্রভাবে।
advertisement
7/8
স্টার অ্যানিস বা তারা মৌরির গুণে উজ্জ্বল ও মোলায়েম থাকে ত্বক।
advertisement
8/8
স্টার অ্যানিসের বৈশিষ্ট্য মহিলাদের ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণ নিয়ন্ত্রণ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Star Anise: ফুলের মতো দেখতে এই ছোট্ট মশলাতেই সারে হজমের গন্ডগোল আর সর্দিকাশি! জানুন বিশদে