Spinach (Palak) Juice Benefits: শাক নয়...! শীতকালে ঠিক 'এইভাবে' খান চেনা সবজির 'রস'! ভাল থাকবে চোখ থেকে ত্বক! কাছেই ঘেঁষবে না রোগ-বালাই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Spinach (Palak) Juice Benefits: বাচ্চা থেকে বুড়ো সকলকে রাখবে চাঙ্গা। শীতের এই সবজির রস পান করলেই এক সঙ্গে পাবেন হাজার হাজার উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে এই একটি অতি পরিচিত সবজির রস।
advertisement
1/9

বাচ্চা থেকে বুড়ো সকলকে রাখবে চাঙ্গা। শীতের এই সবজির রস পান করলেই এক সঙ্গে পাবেন হাজার হাজার উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে এই একটি অতি পরিচিত সবজির রস।
advertisement
2/9
অনেকসময় ওষুধবিষুধ নয়, স্বাস্থ্য ভাল রাখতে ম্যাজিকের মতো কাজ করে আমাদেরই আশেপাশে থাকা চেনা শাক-সবজি থেকে মশলা। তাই আপনার স্বাস্থ্যকে ফিট রাখার জন্য আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি।
advertisement
3/9
ভাল জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিন এমন কিছু খাওয়া উচিত যা আমাদের শরীরকে ফিট রাখতে পারে। পালং শাক শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু আপনি কি জানেন যে পালং শাকের জল খেলে শরীরের কী কী রোগ নিরাময় হয়। চমকে যাবেন শুনলে।
advertisement
4/9
একথা অনস্বীকার্য যে পালং শাক শরীরের জন্য খুবই উপকারী।এই সবুজ শাকটি শরীরকে শক্তিশালী করে। এর জল প্রতিদিন খেলে আপনার দুর্বল চোখ পরিষ্কার হতে শুরু করবে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এমনটাই মত বিশেষজ্ঞদের।
advertisement
5/9
প্রতিদিন সকালে পালংয়ের রস বা পাতার জল পান করা উচিত যাতে আপনি সারা দিন ফিট বোধ করেন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও দুর্দান্ত উপকারী প্রমাণিত হয়।
advertisement
6/9
শুধু তাই নয়, পালং জুস্ আপনার ত্বককে সুন্দর করতেও খুব কার্যকরী হয়। এটি আপনার মুখকে উজ্জ্বল করে এবং উজ্জ্বল ত্বক শীতের শুষ্কতা সরিয়ে আপনার সৌন্দর্য বাড়ায়।
advertisement
7/9
আপনার শরীরে রক্তের অভাব থাকলেও আপনি সহজেই তা দূর করতে পারেন। প্রতিদিন এটি খেলে আপনার রক্তের পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে।
advertisement
8/9
শুধু তাই নয় এই পালংয়ের জল পেটের প্রতিটি সমস্যা নিরাময়ে খুবই সহায়ক হয়। যদি আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাহলেও এটি খেতে পারেন।
advertisement
9/9
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Spinach (Palak) Juice Benefits: শাক নয়...! শীতকালে ঠিক 'এইভাবে' খান চেনা সবজির 'রস'! ভাল থাকবে চোখ থেকে ত্বক! কাছেই ঘেঁষবে না রোগ-বালাই