Spinach: এই নিয়মে খান পালংশাক! হাইপ্রেশার থেকে রাতকানা রোগ দূর হবে! যৌবন থাকবে সতেজ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Spinach: পালংশাক খেতে হবে সঠিক নিয়ম জেনে! তবেই হবে উপকার! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6

সাধারণত পালংশাককে সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, তবে জুস হিসেবেও এর প্রচলন বাড়ছে। পালংশাকের জুস স্বাস্থ্যের জন্য নানা কারণেই উপকারী।
advertisement
2/6
শীত পড়তেই সবজির বাজারে আলো করে এসেছে পালংশাক। তবে এই শাকের জুস সত্যিকার অর্থেই পুষ্টির ভান্ডার। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট।
advertisement
3/6
পালংশাকের জুস লুটেইন ও জিয়াজেনথিন নামের দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, ও ভিটামিন এ ভরপুর আছে। যা চোখের দৃষ্টিশক্তি রক্ষায় কার্যকর। চোখের ছানির ঝুঁকি কমাতে পারে পাশাপাশি চোখের শুষ্কতা ও রাতকানা প্রতিরোধ করে।
advertisement
4/6
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, পালংশাকের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন, বিটা ক্যারোটিন, সহ বিভিন্ন উপাদান রয়েছে। এতে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
advertisement
5/6
পালংশাকের জুস যা ভিটামিন এ এবং সি এর খুব ভালো উৎস। ফলে এটি ত্বক ও চুলের জন্য উপকারী। ভিটামিন ‘এ’ ত্বকের উজ্জ্বল রাখে ও সংক্রমণ থেকে রক্ষা করে। ভিটামিন ‘সি’ ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ এবং ত্বকের ক্ষতি প্রতিরোধ করে।
advertisement
6/6
নিয়মিত পালংশাকের জুস খাওয়ার ফলে রক্তচাপ কমে। পালংশাকের জুসে প্রাকৃতিক নাইট্রেট থাকে, যা রক্তনালিকে প্রশস্ত করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Spinach: এই নিয়মে খান পালংশাক! হাইপ্রেশার থেকে রাতকানা রোগ দূর হবে! যৌবন থাকবে সতেজ!