TRENDING:

বর্ষার আগে যখন তখন সাপের ছোবল...! যাচ্ছে প্রাণ! রান্নাঘরের এই 'মশলা' সঙ্গে থাকলে লেজ তুলে পালাবে সাপ

Last Updated:
Snake Facts: আজ আমরা আপনাকে এমন কিছু উপায় বলব, যা সাপের ভয় দূর করতে সাহায্য করবে। আপনি জেনে অবাক হবেন—রান্নাঘরে থাকা কিছু মশলা এবং গন্ধের ভয়ে সাপ লেজ তুলে পালিয়ে যাবে!
advertisement
1/12
বর্ষার আগে যখন তখন সাপের ছোবলে যাচ্ছে প্রাণ! রান্নাঘরের এই মশলা থাকলে লেজ তুলে পালাবে সাপ!
ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এই সংখ্যা প্রায় ৪০ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে। ফলে সাপ নিয়ে মানুষের মধ্যে প্রবল ভয় রয়েছে। তবে আজ আমরা আপনাকে এমন কিছু উপায় বলব, যা সাপের ভয় দূর করতে সাহায্য করবে। আপনি জেনে অবাক হবেন—রান্নাঘরে থাকা কিছু মশলা এবং গন্ধের ভয়ে সাপ লেজ তুলে পালিয়ে যাবে!  (Representative Image: AI Generated)
advertisement
2/12
গরমে যেমন যখন তখন ঘরে ঢুকে পড়ে সাপ, তেমনই বর্ষার আগেও সাপের ভয়ের শেষ নেই। সবুজ ঝোপঝাড়ে সাপ লুকিয়ে থাকে। কেউ যদি অসাবধানতাবশত এই ঝোপের কাছে চলে যায়, তখনই সাপের কামড় খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। (Representative Image: AI Generated)
advertisement
3/12
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। প্রতিবছর এই সাপগুলি প্রায় ৫৫ থেকে ৬০ লক্ষ মানুষকে কামড়ায়। তবে সাপের কামড়ে মৃত্যু হয় মাত্র ৭ শতাংশ মানুষের। সময়মতো চিকিৎসা হলে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমানো যায়। (Representative Image: AI Generated)
advertisement
4/12
গ্রামাঞ্চলে বর্ষাকাল ও তার আগে সাপের উপদ্রব অনেক বেশি দেখা যায়। বহু সাপ বাড়ির ভিতর আশ্রয় নেয়, যার মধ্যে অনেকেই বিষধর। সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিডের ব্যবহার সকলেই জানেন, কিন্তু আজ আমরা আরও কিছু ঘরোয়া উপায়ের কথা বলব। (Representative Image: AI Generated)
advertisement
5/12
আপনি হয়তো জানেন না, তবে লেবুর রসের সঙ্গে গুঁড়ো গোলমরিচ মিশিয়ে যদি ঘরের কোণে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই গন্ধে সাপ ঘেঁষে না। এই গন্ধ তাদের অত্যন্ত বিরক্ত করে। (Representative Image: AI Generated)
advertisement
6/12
দারচিনি গুঁড়ো এবং সাদা ভিনিগার মিশিয়ে ঘরের বাইরের অংশে ছিঁটিয়ে দিন। সাপ এই গন্ধ সহ্য করতে পারে না। (Representative Image: AI Generated)
advertisement
7/12
রসুন এবং তেল একসঙ্গে মিশিয়ে একদিন রেখে দিন। তার পর সেটি ঘরের চারপাশে স্প্রে করলে সাপ কাছে আসবে না। (Representative Image: AI Generated)
advertisement
8/12
এছাড়াও নিমের তেলও সাপ তাড়াতে কার্যকর। নিমের তেল জলে মিশিয়ে প্রতিদিন ছিটিয়ে দিলে শুধু সাপ নয়, খাটের পোকাও দূর হবে। (Representative Image: AI Generated)
advertisement
9/12
সাপ দূরে রাখতে বাড়ির দরজার কাছে ও জানলার পাশে এই গাছগুলো লাগান: কাঁটাযুক্ত ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ ও লেমন গ্রাস। এই উদ্ভিদগুলির গন্ধে ও গঠনে সাপ কাছে আসে না। (Representative Image: AI Generated)
advertisement
10/12
এই ঘরোয়া পদ্ধতিগুলোর পাশাপাশি কিছু সতর্কতাও মেনে চলা জরুরি। যদি আপনার বাড়ি খোলা মাঠ, গাছপালা বা ঝোপঝাড়ের পাশে হয়, তাহলে দরজা-জানলা বন্ধ রাখুন। বন্ধ ঘর খোলার সময় সতর্ক থাকুন, সঙ্গে একটি টর্চ রাখুন। (Representative Image: AI Generated)
advertisement
11/12
সাপ কামড়ালে প্রথমে আক্রান্ত জায়গায় শক্ত করে কাপড় বেঁধে দিন, যাতে রক্ত সঞ্চালন ধীরে হয়। তবে রক্ত চলাচল একেবারে বন্ধ যেন না হয়। তারপর যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন। (Representative Image: AI Generated)
advertisement
12/12
জেনে রাখা ভাল, বেশিরভাগ বিষধর সাপ সাধারণত জলাধারের কাছে থাকতে পছন্দ করে। তবে ভারতের বিষধর সাপদের আচরণ কিছুটা আলাদা—তারা গরম জায়গা বেছে নেয়। উপরোক্ত ঘরোয়া উপায়গুলি লোকমুখে প্রচলিত প্রাচীন বিশ্বাসের ওপর ভিত্তি করে বলা হয়েছে। News18 বাংলা এই দাবিগুলোর বৈজ্ঞানিক সত্যতা নিশ্চিত করছে না। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ষার আগে যখন তখন সাপের ছোবল...! যাচ্ছে প্রাণ! রান্নাঘরের এই 'মশলা' সঙ্গে থাকলে লেজ তুলে পালাবে সাপ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল