Sperm Fertility: দারুণ কাজের অবহেলার এই গাছ, ২১ দিনেই দূর করবে নপুংসকতা! রোজ খেলে তরতরিয়ে বাড়বে শুক্রাণু...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Sperm Fertility: সত্যানাশি গাছ এমন এক ভেষজ, যা মাত্র ২১ দিনের মধ্যে পুরুষদের নপুংসকতা দূর করতে পারে। এই গাছ বার্ধক্যেও তারুণ্য ফিরিয়ে আনতে সক্ষম। সতর্কতার সঙ্গে ব্যবহারে এটি হতে পারে আয়ুর্বেদের এক চমৎকার উপহার...
advertisement
1/12

ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই নানা ভেষজ গাছগাছড়ার ভান্ডার হিসেবে পরিচিত। এইসব গাছের এমন অসাধারণ ক্ষমতা রয়েছে, যেগুলোর সামনে অনেক সময় ইংরেজি ওষুধও অসহায় হয়ে পড়ে। তেমনই একটি শক্তিশালী ওষধি গাছ হল সত্যানাশি (Satyanashi Plant), যার বৈজ্ঞানিক নাম Argemone Mexicana।
advertisement
2/12
এটি একটি কাঁটাযুক্ত গাছ, তবে আয়ুর্বেদ অনুযায়ী একে দেশি ওষুধের কারখানা বলা যায়। একাধিক রোগের যম এই গাছ৷
advertisement
3/12
সত্যানাশি গাছের ফুল, পাতা, কান্ড ও শিকড়—সব অংশেই রয়েছে শক্তিশালী ওষধিগুণ। আয়ুর্বেদ ও চরক সংহিতার মতো প্রাচীন গ্রন্থগুলোতে এই গাছের নানা চিকিৎসামূলক ব্যবহারের কথা উল্লেখ আছে।
advertisement
4/12
আজও ভারতের বহু গ্রামীণ অঞ্চলে লোকজ চিকিৎসায় এই গাছ ব্যবহৃত হয়। এই গাছের বিভিন্ন অংশ দিয়ে তৈরি হয় বহু ধরনের আয়ুর্বেদিক ও হারবাল ওষুধ।
advertisement
5/12
বিশেষজ্ঞদের মতে, সত্যানাশি গাছের পাতা ও ফুল নিয়মিতভাবে মাত্র ২১ দিন সেবন করলেই পুরুষদের নপুংসকতা দূর হতে পারে এবং বার্ধক্যেও তারুণ্য ফিরে আসতে পারে। এটিকে প্রাকৃতিক অ্যান্টি-এজিং ভেষজ হিসেবে গণ্য করা হয়, যা শরীরের বার্ধক্যজনিত সমস্যা দূর করতে সক্ষম।
advertisement
6/12
শুধু আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা নয়, আধুনিক বিজ্ঞানও সত্যানাশি গাছের উপকারিতাকে স্বীকৃতি দিয়েছে। National Center for Biotechnology Information (NCBI)-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই গাছ থেকে প্রাপ্ত মিথানলিক নির্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণ, বিপাকীয় সমস্যা ও চর্মরোগ দূর করতে কার্যকর।
advertisement
7/12
প্রাচীন যুগে এমনকি ক্যানসারের মতো জটিল রোগেও সত্যানাশি ব্যবহৃত হতো। আধুনিক গবেষণায়ও এটি প্রমাণিত হয়েছে যে, এই গাছে অ্যান্টি-ক্যানসার ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এমনকি HIV-এর মতো মারাত্মক ভাইরাস থেকেও সুরক্ষা দিতে পারে এমন সম্ভাবনাও কিছু গবেষণায় উঠে এসেছে।
advertisement
8/12
সত্যানাশি গাছে রয়েছে এল্কালয়েড, ফ্ল্যাভোনয়েড, গ্লাইকোসাইড, টারপেনয়েড ও ফেনলিক যৌগের মতো উপাদান, যেগুলো শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে, সংক্রমণ প্রতিরোধ করে এবং প্রদাহ কমায়। এই কারণে একে কলিযুগের "ঔষধি বরদান" হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
9/12
এই গাছের নির্যাসে অ্যান্টি-ডায়াবেটিক গুণও আছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। পাশাপাশি, এর পাতা দিয়ে তৈরি নির্যাস পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। ফলে এটি একটি শক্তিবর্ধক ও যৌবনবর্ধক ভেষজ হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য।
advertisement
10/12
তবে সত্যানাশি গাছের উপকারিতার পাশাপাশি এটি বিষাক্তও হতে পারে, যদি অযথা বা অতিমাত্রায় ব্যবহার করা হয়। তাই এর ব্যবহার শুধুমাত্র দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই করা উচিত। সঠিকভাবে ব্যবহার করলে এই গাছ সত্যিই দারুণ কাজের প্রমাণিত হতে পারে।
advertisement
11/12
দিল্লির আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ সমীর শর্মা বলেছেন, "সত্যানাশি একটি প্রাচীন ঔষধিগুণ সম্পন্ন গাছ। যদি এটি সঠিক মাত্রায় ও নিয়মে ব্যবহার করা হয়, তাহলে এটি পুরুষদের হরমোন ভারসাম্য বজায় রাখতে এবং নপুংসকতা দূর করতে সাহায্য করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।"
advertisement
12/12
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sperm Fertility: দারুণ কাজের অবহেলার এই গাছ, ২১ দিনেই দূর করবে নপুংসকতা! রোজ খেলে তরতরিয়ে বাড়বে শুক্রাণু...