TRENDING:

পুজোয় বাড়িতে বসেই চেটেপুটে আওয়াধি খানা, দেখে নিন কী কী রয়েছে মেনুতে

Last Updated:
নিরামিষ এবং আমিষ, দুটো ধরণেই রয়েছে দারুন লোভনীয় সব ডিশ।
advertisement
1/6
পুজোয় বাড়িতে বসেই চেটেপুটে আওয়াধি খানা,দেখে নিন কী কী রয়েছে মেনুতে
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন।তার পরেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো।তবে প্রতিবারের থেকে এবারে পুজো ধারে ভারে অনেকটাই জৌলুশহীন হবে প্রত্যেকের জন্যই। যে অতিমারীর বিরুধ্যে আমরা লড়ছি সেটা যাতে পুরোপুরি বিনাশ করা যায়, সামাজিক দুরত্বই হচ্ছে প্রধান অস্ত্র।আর তাই এবারে বাড়িতে বসেই দেদার মজা।
advertisement
2/6
•বিগ বস ১২-র প্রতিযোগী জসলিন মাথারু ও অনুপ জলোটার বিয়ের ছবি দেখে সকলেই অবাক! বৃহস্পতিবার বর-কনের সাজে তাঁর ও অনুপ জলোটার ছবি প্রকাশ্যে আনেন জসলিন৷ তারপর থেকেই জল্পনা শুরু৷ ভক্তরা জানতে চান যে, সত্যিই কী তাঁদের বিয়ে হয়েছে?এর আগে এই জুটির প্রেম নিয়ে হয়েছিল বিস্তর চর্চা৷ বিগবসের বাড়ি থেকেই হয়েছিল শুরু৷
advertisement
3/6
এর পর স্টারটারে অব্শ্যই ট্রাই করুন গলৌটি কাবাব, কালমি কবাব,মু্র্গ জাফরানি কাবাব, শাহী টাংরি কবাব, ফিশ টিক্কা বা কর্ন শিখ কাবাব।
advertisement
4/6
মেইন কোর্সের জন্য রইল রান বিরিয়ানি, গোস্ত বিরিয়ানি, সাব্স সোয়া বিবিরিয়ানি,মিটিয়াব্রুজ মুর্গ বিরিয়ানি, কিমা কালেজি, ,গোস্ত ভুনা,অওাধি দাল বা লাসুনি পালক।রয়েছে মুর্গ ইরানি,মুর্গ রেজালা,মাহি কালিয়া।এর সঙ্গে নান, পরোটা, রুটি তো আছেই। শেষ পাতে ফিরনি বা শাহী টুকড়া।
advertisement
5/6
এর সঙ্গে নান, পরোটা, রুটি তো আছেই। শেষ পাতে ফিরনি বা শাহী টুকড়া।
advertisement
6/6
ব্যাস! তাহলে আার কি চাই। পুজোর একটা দিন তো জমে ক্ষীর। দু জনের জন্য খরচা পরবে ১২০০/ টাকা প্লাস ট্যাক্স।সামাজিক দুরত্ব মেনে পরিবারের সঙ্গে বাড়িতেই বসে জমিয়ে পেট পুজো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুজোয় বাড়িতে বসেই চেটেপুটে আওয়াধি খানা, দেখে নিন কী কী রয়েছে মেনুতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল