Sundarban Tourism: শীতের সুন্দরবনে ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট! ভারতে থেকে বাংলাদেশ দর্শন, রইল শিয়ালদহ থেকে যাওয়ার সহজ রুট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Sundarban Tourism: এই ক্যাম্পটি একমাত্র ক্যাম্প যেখান থেকে বাংলাদেশের সুন্দরবন অংশ ও ভারতের সুন্দরবন অংশকে দেখতে পাবেন। বুড়ির ডাবরি ক্যাম্পের পাশ থেকেই চলে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত।
advertisement
1/6

এই শীতে বাংলাদেশ ও ভারতের সুন্দরবনকে একসঙ্গে দেখতে ঘুরে আসুন বুড়ির ডাবরি ফরেস্ট ক্যাম্প থেকে। সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত এই ক্যাম্প মন ভোলাবে আপনার। এখানে রয়েছে বিপুল বন্যপ্রাণীর সমাহার। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
এখানে আসতে হলে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে ক্যানিং স্টেশনে যেতে হবে। সেখান থেকেই ট্যুর অপারেটররা অটোয় চাপিয়ে সোনাখালি নিয়ে যাবেন। সোনাখালি থেকে লঞ্চ বা ভুটভুটিতে চেপে শুরু হবে সুন্দরবনের এই ক্যাম্পে যাত্রা।
advertisement
3/6
এই ক্যাম্পটি একমাত্র ক্যাম্প যেখান থেকে বাংলাদেশের সুন্দরবন অংশ ও ভারতের সুন্দরবন অংশকে দেখতে পাবেন। বুড়ির ডাবরি ক্যাম্পের পাশ থেকেই চলে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত।
advertisement
4/6
এখানে বাঘ, হরিণ, কুমির সব কিছুই দেখতে পাবেন আপনি। এই ক্যাম্প সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত। রয়েছে বিপুল বন্যপ্রাণী দেখার সুযোগ। আর রয়েছে সীমান্ত দেখার অনুভূতি।
advertisement
5/6
এখানে জঙ্গলের মাঝ থেকে একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তায় যেতে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার। আর রয়েছে ওয়াচ টাওয়ার। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
advertisement
6/6
তবে বুড়ির ডাবরি যাওয়ার পর আর আপনি জলপথে যাত্রা করতে পারবেন না। কারণ ওখানেই শেষ হবে ভারতীয় সীমান্ত। জঙ্গল আর তার সঙ্গে সীমান্ত ছুঁয়ে দেখার অনুভূতি পেতে হলে আসতেই হবে এই বুড়ির ডাবরি ক্যাম্পে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sundarban Tourism: শীতের সুন্দরবনে ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট! ভারতে থেকে বাংলাদেশ দর্শন, রইল শিয়ালদহ থেকে যাওয়ার সহজ রুট