TRENDING:

Theatre Festival: জয়নগরে চলছে নাট্যমেলা! শীতের আমেজ গায়ে মেখে ডুবে যান নাটক দেখার আনন্দে

Last Updated:
South 24 Parganas Drama Festival: চারদিনের এই নাট্য মেলায় ছটি নাটক মঞ্চস্থ হচছে। প্রথম দিন নষ্ট নটী, দ্বিতীয় দিন তুরস্কের রূপকথা ও নীল সোনা,তৃতীয় দিন নষ্ট তারার গল্প ও পান্থ পাখি এবং শেষ দিন হৃদপিণ্ড নাটক মঞ্চস্থ হবে।
advertisement
1/6
জয়নগরে চলছে নাট্যমেলা! শীতের আমেজ গায়ে মেখে ডুবে যান নাটক দেখার আনন্দে
বিনোদনের এক অন্যতম মাধ্যম নাটক। আধুনিকতার যুগে মোবাইল নির্ভর,কর্পোরেট কোম্পানিগুলোর কাজের তাগিদে মানুষ বইপত্র পড়া,নাটক দেখা থেকে সরে যাচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে চারদিনের দক্ষিন ২৪ পরগনা জেলা নাট্য মেলা শুরু হলো।
advertisement
2/6
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী আয়োজনে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় জয়নগর মজিলপুর পৌরসভার সহযোগিতায় পঞ্চবিংশ নাট্য মেলা শুরু হয়েছে জয়নগর পৌরসভার শিবনাথ শাস্ত্রী সদনে।
advertisement
3/6
চারদিনের এই নাট্য মেলায় ছটি নাটক মঞ্চস্থ হচছে। প্রথম দিন নষ্ট নটী, দ্বিতীয় দিন তুরস্কের রূপকথা ও নীল সোনা,তৃতীয় দিন নষ্ট তারার গল্প ও পান্থ পাখি এবং শেষ দিন হৃদপিণ্ড নাটক মঞ্চস্থ হবে। জয়নগর মজিলপুর পৌরসভা থেকে তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই নাট্য মেলার শুভ সূচনা হয়।
advertisement
4/6
এদিনের এই শোভাযাত্রা পা মেলালেন জয়নগরের বিধায়ক,জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সহ আরো অনেকে। এদিন জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয় এবং তারপরে প্রদীপ জ্বেলে এই নাট্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
advertisement
5/6
নাটকের মধ্যে দিয়ে শিক্ষা বাড়ে,জ্ঞান বাড়ে,নাটকের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। সবাই এগিয়ে আসুন নাটক দেখুন। মোবাইল আসক্ত সমাজে নাটকের শ্রোতা কমে গেছে।লাইব্রেরি আছে পাঠক নেই। জুতো থাকছে এসি রুমে আর বই পড়ে আছে ফুটপাতে।আসুন নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।
advertisement
6/6
সাধারণত নাট্য উৎসব ও সংস্কৃতিক অনুষ্ঠানগুলি শীতের মৌসুমে হয়, যেসব নাট্যদল নাট্ক পরিবেশন করতে এসেছিলেন তারা সবাই খুশি, নাটক দেখে খুশি এলাকার মানুষও। এই নাট্য উৎসবে প্রতিদিনই দর্শক আসন ছিল পরিপূর্ণ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Theatre Festival: জয়নগরে চলছে নাট্যমেলা! শীতের আমেজ গায়ে মেখে ডুবে যান নাটক দেখার আনন্দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল