Somvati Amavasya 2023: আজ সোমবতী অমাবস্যা,পঞ্জিকা মতে কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Somvati Amavasya 2023: পঞ্জিকা মতে, আজ সোমবার পালিত হবে সোমবতী অমাবস্যা তিথি৷
advertisement
1/6

সনাতনী মতে সোমবতী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ৷ সপ্তাহের সোমবার যদি অমাবস্যা তিথি পড়ে, তাহলে তাকে সোমবতী অমাবস্যা বলা হয়৷ পঞ্জিকা মতে, আজ সোমবার পালিত হবে সোমবতী অমাবস্যা তিথি৷
advertisement
2/6
রবিবার অর্থাৎ ১৬ জুলাই রাত ১০.৮ মিনিটে সোমবতী অমাবস্যা তিথি শুরু হয়েছে৷ এই পুণ্যতিথি থাকবে সোমবার মধ্যরাত ১২.০১ মিনিট পর্যন্ত৷
advertisement
3/6
পিতৃপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণের জন্য অমাবস্যা তিথি আদর্শ৷ এই তিথিতে পুণ্যলাভের জন্য দানধর্মও পালন করা হয়৷ পুণ্যার্থীরা পালন করেন উপবাস ব্রত৷
advertisement
4/6
এই তিথিতে ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে পুণ্যস্নান করা হয়৷ এদিন অনেকেই ব্রাহ্মণভোজন করিয়ে থাকেন৷ পূজারী ব্রাহ্মণকে আহার্য ও পোশাক ও দক্ষিণা দিয়ে থাকেন৷
advertisement
5/6
পুণ্যার্থীরা এই তিথিতে পুণ্যার্জনের আশায় অশ্বত্থ গাছকেও পুজো অর্চনা করে থাকেন৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Somvati Amavasya 2023: আজ সোমবতী অমাবস্যা,পঞ্জিকা মতে কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, জানুন