Home care tips: রান্নাঘরে বা বাথরুমে ঢুকছে বিছে ? এই জিনিস গুলি মেনে চলুন, ফল পাবেন হাতে নাতে! জেনে নিন...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নিম পাতা- নিমপাতা শুধু ত্বক পরিচর্যা বা স্বাস্থ্যের উন্নতি সাধনেই ব্যবহৃত হয় না। বাজার থেকে নিম তেল কিনে এনে তা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও কাজে দেয়। এরফলে যেখানে যেখানে বিছের উপদ্রব সেখানে যদি তা স্প্রে করা হয় তবে ম্যাজিকের মতন কাজ করে।
advertisement
1/5

ই তেঁতুলবিছে শুধু রান্নাঘরের জন্য অপকারী নয়। তীব্র বিষাক্ত এই কীট যদি কোনও ভাবে কামড়ায় দেয় তবে তা প্রাণ ওষ্ঠাগত করার জন্য যথেষ্ট। অনেক সময় এই তেঁতুল বিছে যদি কানে ঢুকে যায় সেক্ষেত্রেও তা প্রবল বিপত্তির সৃষ্টি করতে পারে। দেখে নেওয়া যাক কী কী উপায়ে এই তেঁতুল বিছে কে রান্নাঘর থেকে বাথরুম সব জায়গা থেকে দূরে রাখা যায়।
advertisement
2/5
গ্রীষ্ম হোক বা বর্ষা রান্নাঘরের সিঙ্কে, বাথরুমের ড্রেনে বা রান্নাঘরের পাইপে তেঁতুল বিছের দেখা পাওয়া যায়। এই ধরনের বিষাক্ত কীটপতঙ্গকে দূরে রাখার উপায় আছে। যাদের বাড়ি একতলায় বা দোতলায় তাঁদের ঘরে তো আকছারই এই ধরনের বিষাক্ত কীটপতঙ্গ ঢুকে পড়ে।
advertisement
3/5
পুদিনা পাতা থেকে প্রাপ্ত তেল- পুদিনা পাতা থেকে প্রাপ্ত তেল বিছে দূরে রাখতে সাহায্য করে। একটি বোতলে অল্প পুদিনা পাতার তেল এবং জল মিশিয়ে সারা বাড়ি স্প্রে করলে হাতে নাতে ফল পাবেন। আর বাড়ি ঘরে দেখা যাবে না ওই কীটপতঙ্গের।
advertisement
4/5
যদি আপনি ঘরে বারবার তেঁতুল বিছে ঘরে দেখেন, তবে প্রাকৃতিক উপায়ে তা নির্মূল করার চেষ্টা করবেন। যেমন, তেজপাতা হল এমনই একটি কীটনাশক। যেখানেই দেখবেন বিছের আনাগোনা হচ্ছে, সেখানে যদি ৫-৬টা তেজপাতা রাখা যায় তবে সেখানে আর বিছে আসবে না। তেজপাতার গন্ধের জন্য তাঁরা দূরে থাকবে।
advertisement
5/5
নিম পাতা- নিমপাতা শুধু ত্বক পরিচর্যা বা স্বাস্থ্যের উন্নতি সাধনেই ব্যবহৃত হয় না। বাজার থেকে নিম তেল কিনে এনে তা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও কাজে দেয়। এরফলে যেখানে যেখানে বিছের উপদ্রব সেখানে যদি তা স্প্রে করা হয় তবে ম্যাজিকের মতন কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home care tips: রান্নাঘরে বা বাথরুমে ঢুকছে বিছে ? এই জিনিস গুলি মেনে চলুন, ফল পাবেন হাতে নাতে! জেনে নিন...