হুইস্কি পান শরীরের জন্য যে যে কারণে ভাল...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মদ্য পান শরীরের জন্য ক্ষতিকর, একথা সবর্ত্র শোনা গেলেও কিছু কিছু ক্ষেত্রে এটা শরীরের জন্য বেশ উপকারী, বিশেষ করে হুইস্কি (Whiskey) পান! গবেষণার এই তথ্য নিঃসন্দেহে সুরাপ্রেমীদের উৎসাহ দেবে আরও একটু বেশি হুইস্কি পানে!
advertisement
1/6

•যে কোনও মদ নিয়ে কথা হচ্ছে না৷ এখানে শুধুমাত্র হুইস্কি (Whishkey)-র কথাই বলা হচ্ছে৷ এই শব্দটি এসেছে গেইলিক (Scottish Gaelic) শব্দ Uisge Beatha থেকে৷ যার মানে ওয়াটার অব লাইফ বা জীবনের জন্য জল! এই জল যখন পান করা হয়, তা খুবই আনন্দের এবং শরীরও ভাল করে৷ যে কারণে হুইস্কি পানের মধ্যে বেশ কিছু গুণ খুঁজে পাওয়া গিয়েছে৷
advertisement
2/6
•প্রথম এবং প্রধান গুণ হল এটি নানা রকম চাপ কাটাতে সাহায্য করে৷ কাজের চাপে মানসিকভাবে বিদ্ধস্ত? বা কোনওভাবে সংসারের কোনও কারণে অসম্ভব চাপ তৈরি হয়েছে? হুইস্কিতে থাকা বিশেষ সিডেটিভে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন ও উদ্বেগ কিছুটা হলেও কেটে যাবে৷ মন খারাপ কাটাতে পারে হুইস্কি৷ এমনই বলা হচ্ছে৷
advertisement
3/6
•হজমে সাহায্য করে হুইস্কি! এমন বিশ্বাসে ভর করে বেশ কিছু সংস্কৃতির অঙ্গ হিসেবে জড়িয়ে গিয়েছে হুইস্কি৷ তাই তো হজম ভাল হওয়ার কারণে বহু মানুষ খাবারের শেষে বা ভরা পেটে চুমুক দেন এক পেয়ালা হুইস্কিতে!
advertisement
4/6
•গরম জলে অল্প হুইস্কি আর মধু দিয়ে মিশিয়ে খেলে গলায় আরাম হয়৷ তাই কাশি বা গলা ব্যাথা হলে এই টোটকায় দারুণ কাজ হবে৷ হুইস্কিতে থাকা অ্যালকোহল অ্যান্টিসেপ্টিকের কাজ করে৷ মধু ও হুইস্কি টনসিলের ওপর একটা আস্তরণের তৈরি করে৷ ফলে এতে গলায় কিছুটা স্বস্তি মেলে৷ তাই চুমুক দিয়ে হোক বা গার্গেল, যেভাবে চাই ব্যবহার করতে পারেন গরম জলে মধু ও হুইস্কি৷
advertisement
5/6
•ওজন কমাতে কিছুটা সাহায্য করে হুইস্কি! বিশ্বাস না হলেও, এটা একদম ঠিক কথা৷ অ্যামেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় এমনই বলা হয়েছে৷ হুইস্কি পানে শরীর কিছুটা গরম হয়৷ এতে শরীরে এনার্জি বাড়ে ও মিষ্টি খাওয়ার প্রবণতা কমে৷ তাই ওজন কমানোর ব্যাপারে বদ্ধপরিকর হলে প্রতিদিন হুইস্কি খেতে বলছেন বিশেষজ্ঞরা!
advertisement
6/6
•শুধু গলা ব্যথা নয়, ঠান্ডা লাগলেও তা নিরাময়ে সাহায্য করে৷