রান্নাঘরে আরশোলা জ্বালায় নাজেহাল, এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করেছেন ...
Last Updated:
আরশোলা নিয়ে নাজেহাল , এই ছোট্ট টিপসগুলি একবার মেনে দেখুন না...
advertisement
1/6

ঘরবাড়িতে একাধিক সমস্যা থাকেই মানুষের ৷ এই সমস্যার মধ্যে অন্যতম ঘরে বা রান্নাঘরে আরশোলা- পিঁপড়ের সমস্যা ৷ Photo- Collected
advertisement
2/6
রান্নাঘরের সিঙ্ক আরশোলাদের প্রচন্ড পছন্দের জায়গা ৷ বিভিন্ন ইনসেক্ট কিলার কিছুদিনের জন্যে কাজ করলেও দীর্ঘস্থায়ী সমাধান দেয় না ৷ আর সেইক্ষেত্রে ঘরোয়া কিছু জিনিসের একটু ব্যবহার অনেকটা বড় সমাধান দিতে পারে ৷ Photo- Collected
advertisement
3/6
অনেকক্ষেত্রেই কেমিক্যাল কিছু ব্যবহার করলে তা বাড়ির শিশু ও বয়স্কদের সহজেই অসুস্থ করে দিতে পারে ৷ সকলের বাড়ির রান্নাঘরেই তেজপাতা থাকে ৷ আরশোলা তাড়াতে এটা কার্যকারী ভূমিকা নিতে পারে ৷ গ্রাইন্ডারে তেজপাতা গুঁড়িয়ে নিয়ে তা বিভিন্ন ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে পারেন ৷ এই গন্ধটা আরশোলারা একেবারেই পছন্দ করে না ৷ Photo- Collected
advertisement
4/6
রান্নাঘরের আলমারি ও টানায় লবঙ্গ রেখে দিন ৷যে জায়গায় আলো পৌঁছয় না সেই জায়গাগুলিতে আরশোলা বেসি বাসা বাঁধে ৷ সেখানে এই গন্ধদ্রব্যটি রাখলে সেখানে আর থাকতে পারে না আরশোলা ৷ Photo- Collected
advertisement
5/6
একটা পাত্রে সম পরিমাণে বরিক পাউডার ও চিনি মিলিয়ে নিন ৷ তারপর সেই মিশ্রণটি রান্নাঘরের আলাদা আলাদা কোণে রেখে দিন ৷ এতেও আরশোলা তাড়ানো যায় ৷ Photo- Collected
advertisement
6/6
নিম ভারি উপকারি জিনিস তা সকলেই জানেন ৷ খাওয়ার ক্ষেত্রেও এটা যেরকম কার্যকরী ঠিক তেমনিই আরশোলা থেকে মুক্তি দিতেও অব্যর্থ ৷ রান্নাঘরে নিম তেল রাখতে পারেন ৷ কিম্বা নিমপাতার গুঁড়ো করে রাখুুন এটাও আরশোলাকে দূরে রাখতে সাহায্য করবে ৷ Photo- Collected