TRENDING:

Solar Storm : সৌরঝড় তুমুল গতিতে ধেয়ে আসছে! GPS, ফোন, টিভির সিগন্যালে বড় সমস্যা হতে পারে আজ...

Last Updated:
জানা গিয়েছে, অতি প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের বুকে তৈরি হওয়া সৌরঝড় (Solar Storm)!
advertisement
1/7
সৌরঝড় তুমুল গতিতে ধেয়ে আসছে! GPS, ফোন, টিভির সিগন্যালে বড় সমস্যা হতে পারে আজ...
সূর্যের বুকে কখন কী ঘটতে চলেছে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের উৎসাহ বড় কম নয়। সেই লক্ষ্যে তাঁরা নিরন্তর গবেষণা করে চলেন। গত বছর এটাও শোনা গিয়েছিল যে সঠিকভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে বিশেষ সৌরযান তৈরি করার পরিকল্পনা চলছে, তা সূর্যের (Solar System) অভ্যন্তরীণ উষ্ণতার সঙ্গে পাল্লা দিয়েই ছবি তুলতে পারবে, ভিডিও রেকর্ড করতে পারবে।
advertisement
2/7
সেই পরিকল্পনা বাস্তবায়িত না হলেও সূর্য সংক্রান্ত নানা খবর হামেশাই সংবাদের শিরোনামে স্থান করে নেয়। এবার তেমনই এক খবর চাঞ্চল্য জাগিয়েছে সারা বিশ্ব জুড়ে, জানা গিয়েছে,  অতি প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের বুকে তৈরি হওয়া সৌরঝড় (Solar Storm)!
advertisement
3/7
সবার আগে সৌরঝড় (Solar Storm) কী, তা একটু ব্যাখ্যা করা প্রয়োজন, নাহলে তার তাৎপর্য কতটা এবং তা কী ভাবে পৃথিবীর বুকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে চলেছে, তা বোঝা যাবে না। সৌরঝড়(Solar Storm) বস্তুত সূর্যের বুকে তৈরি হওয়া এক ধরনের বিস্ফোরণ। সূর্যের গায়ে চাঁদের মতোই যে দাগ থাকে, যাকে ইংরেজিতে বলা হয় সানস্পট, তা আদতে নানা আকারের গর্ত ছাড়া আর কিছুই নয়।
advertisement
4/7
এই ক্ষেত্রগুলোয় যে চৌম্বকীয় শক্তি থাকে, তা থেকে যখন রেডিয়েশন ঘটে, তা ঝড়ের মতো ছড়িয়ে পড়ে মহাশূন্যে, এই কারণেই একে সৌরঝড় নামে অভিহিত করা হয়। দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এর বিস্তৃতি আমরা দেখতে পাই, কখনও বা আবার তা পরিমাপে সহায়ক হয় সৌরঝড় থেকে নির্গত প্রোটন কণা।
advertisement
5/7
ইউনাইটেড স্টেটসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (Space Weather Prediction Centre) এবার জানিয়েছে যে এমনই এক সৌরঝড় ধেয়ে আসতে চলেছে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের দিকে, প্রতি ঘণ্টায় এর গতিবেগ হতে চলেছে ১.৬ মিলিয়ন কিলোমিটার।
advertisement
6/7
পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে আছড়ে পড়বে বলে খুব স্বাভাবিক ভাবেই আমাদের GPS নেভিগেশনে অসুবিধা হবে, সমস্যা তৈরি হবে বেশ কিছু জায়গায় ফোনের কানেকশন পাওয়া নিয়েও, পাওয়া যাবে না টিভির সিগন্যালও।
advertisement
7/7
পাশাপাশি, পৃথিবীর কোনও কোনও দেশে বিস্তীর্ণ অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ সংযোগ থেকে, একথাও উল্লেখ করা হয়েছে। সৌরঝড় থেকে নির্গত কণাগুলি পৃথিবীর উররিভাগের কক্ষপথে থাকা স্যাটেলাইটের গায়ে লাগতে পারে বলেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে। ভারতেও এর অভিব্যক্তি দেখা যেতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যম!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Solar Storm : সৌরঝড় তুমুল গতিতে ধেয়ে আসছে! GPS, ফোন, টিভির সিগন্যালে বড় সমস্যা হতে পারে আজ...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল