AC: ২৪ ঘণ্টা এসি চললেও বিদ্যুতেল বিল আসবে শূন্য! এই নতুন ধরনের এসি কিনতে চান? জেনে নিন বিশদে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Air Conditioner: কিন্তু এসি কিনবেন, এসি চলবে অথচ বাড়বে না বিদ্যুতের বিল। এমনটাও সম্ভব? অবাক লাগলেও এটি সম্ভব। একটি ধরনের এয়ার কন্ডিশনার সারাদিন চালালেও বাড়বে না বিদ্যুতের বিল।
advertisement
1/10

কিন্তু এসি কিনবেন, এসি চলবে অথচ বাড়বে না বিদ‍্যুতের বিল। এমনটাও সম্ভব? অবাক লাগলেও এটি সম্ভব। একটি ধরনের এয়ার কন্ডিশনার সারাদিন চালালেও বাড়বে না বিদ‍্যুতের বিল।
advertisement
2/10
এটি হল সোলার এসি। সোলার এসি চলবে সৌরবিদ‍্যুতে। ফলে বিদ‍্যুতের বিলের জন‍্য একপয়সাও খরচ হবে না। কিন্তু এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সোলার এসি কিনতে গেলে কত খরচ পড়বে?
advertisement
3/10
মার্কেটে বিভিন্ন ধরনের সোলার এসি পাওয়া যায়। এই এসি ০.৮ টন, ১ টন এবং ১.৫ টন এবং ২ টন ক্ষমতারও বিভিন্ন কোম্পানির সোলার এসি রয়েছে।
advertisement
4/10
এছাড়াও সোলার এসি উইন্ডো এবং স্প্লিট অপশনও রয়েছে। কত টন, কেমন ধরনের এসি কিনবেন তা নির্ভর করবে ঘরের যে স্থানে এসি লাগানো হবে তার উপর।
advertisement
5/10
যদি আপনি সাধারণ এসি ব্যবহার করেন তাহলে সারাদিনে ১৪-১৫ ঘণ্টা চালালে প্রায় ২০ ইউনিট খরচ হয়। এতে পুরো মাসে প্রায় ৬০০ ইউনিট খরচ হয় (বিভিন্ন জায়গায় বিদ‍্যুতের দাম আলাদা, তাই খরচ আলাদা হতে পারে)
advertisement
6/10
মোটামুটিভাবে ৬০০ ইউনিট বিদ‍্যুতের খরচে কমপক্ষে প্রতি মাসে ৪,৫০০-৫০০০ টাকা বিদ‍্যুতের বিল হবে। কিন্তু সোলার এসি চালালে প্রায় কোনো বিদ্যুৎ বিল আসবে না।
advertisement
7/10
সাধারণ এসির তুলনায় সোলার এসিতে ৯০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের সঞ্চয় হয়। সোলার এসির রক্ষণাবেক্ষণের খরচ খুব কম হয়। এছাড়াও সোলার এসি পরিবেশের দিক থেকে উপকারী।
advertisement
8/10
সোলার এসি ৫ স্টার রেটিং-সহ আসে। সোলার প্যানেলে কেবল ব্যাটারি প্রতিস্থাপনের খরচ হয়। সোলার এসি রোদেও চালানো যায়।
advertisement
9/10
সোলার এসির দাম বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আলাদা হতে পারে। তবে মোটামুটি ভাবে এক টন ক্ষমতার সোলার এসির দাম ১ লক্ষ টাকা মতো হয়ে থাকে।
advertisement
10/10
১.৫ টন ক্ষমতার সোলার এসির দাম ২ লাখ টাকা হয়। উল্লেখ্য, সোলার এসি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানে একবার খরচ করে প্রায় ২৫ বছর পর্যন্ত ফ্রি তে নন-স্টপ এসি ব্যবহার করতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
AC: ২৪ ঘণ্টা এসি চললেও বিদ্যুতেল বিল আসবে শূন্য! এই নতুন ধরনের এসি কিনতে চান? জেনে নিন বিশদে